বাজারে মনিটর বিক্রি প্রায় বন্ধ
বাজেট ঘোষণার পর গতকাল শনিবারই প্রথম কম্পিউটার বাজার খোলা হয়।
মনিটরের দাম ১২০০ থেকে ১৫০০ টাকা বেড়েছে। বিক্রেতারা মনিটর বিক্রি প্রায় বন্ধ রেখেছে। এছাড়া বাকি সব যন্ত্রাংশের দাম প্রায় অপরিবর্তিত। গতকাল শনিবার পাওয়া যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হলো-
প্রসেসরঃ
ইন্টেল পেন্টিয়াম ডুয়েল কোর ২•২ গি•হা• ৪৮০০ টাকা।
ইন্টেল পেন্টিয়াম ডুয়েল কোর ২•৫ গি• হা• ই ৫২০০২ মে• বা• ৫২০০ টাকা।
ইন্টেল পেন্টিয়াম কোর টু কোয়াড কিউ ৮২০০ ২•৩৩ গি•হা• ১২,৯০০ টাকা।
ইন্টেল কোর টু ডুয়ো ২•৮ গি•হা• ৪৫ এনএম ই ৭৪০০ (১৩৩৩ বাস ৩ মে•বা• ক্যাশ) ৮,৯০০ টাকা।
ইন্টেল কোর টু কোয়াড ২•৮৩ গি•হা• কিউ ৯৫৫০ (১২ মে•বা•, ক্যাশ ১৩৩৩ বাস) ২৩,০০০ টাকা কোর টু ডুয়ো ৩ গি•হা• ই৮৪০০ মডেল ১৩০০০ টাকা।
মাদারবোর্ডঃ
ইন্টেল ডিএক্স ৫৮ এসও ২২০০০ ইন্টেল ৪৫ আইডি ৯০০০ টাকা ইন্টেল ৪১ আরকিউ ৫,৫০০ টাকা ইন্টেল ৪১টি ওয়াই ৬০০০ টাকা।
ইন্টেল ডিজি ৪৩ এনবি ৭৫০০ টাকা, আসুস জি৩১ ৪,০০০ টাকা, গিগাবাইট জি৩১ ৪,০০০ টাকা।
ফক্সকন ৩১এমভিকে ৩৯০০; ৩৫এ ৭,৭০০ টাকা।
RAM :
২ গি•বা• ডিডিআর ৩ (১৩৩৩ বাস) ৩৮০০, ১ গি•বা• (৮০০ বাস) ১০০০ টাকা,
২ গি•বা• (৮০০ বাস) ১,৭৫০ টাকা।
হার্ডডিস্ক ড্রাইভঃ
১৬০ গি•বা• (৭২০০ আরপিএম) ২,৭৫০ টাকা, সাটা ২৫০ গি•বা• ৩,০০০ টাকা।
৩২০ গি•বা• ৩৩০০ টাকা ১০০০ গি•বা• ৮,৫০০ টাকা।
পেনড্রাইভঃ
৪ গি•বা• ৮০০ টাকা, ২ গি•বা• ৫৫০ টাকা।
মনিটরঃ
ফিলিপস ১৮•৫ ইঞ্চি এলসিডি ৯,৮০০ টাকা, ১৭ ইঞ্চি এলসিডি ১১,১০০ টাকা, স্যামসাং ১৮•৫ ইঞ্চি এলসিডি ১০,৫০০ টাকা; এলজি ১৯ ইঞ্চি এলসিডি ১০,০০০ টাকা।
গ্রাফিক্স কার্ডঃ
পিসিআই (৮৪০০ জিএস) এক্সপ্রেস ২৫৬ মে•বা• ৩০০০ টাকা।
ফক্সকন জিফোর্স পিসিআই ১০,৫০০ টাকা।
ফ্যাক্স/মডেমঃ
প্রোলিংক ৫৬ কেবিপিএস; ইন্টারনাল ৫০০ টাকা।
ডিভিডি-রাইটার/রিরাইটারঃ
লাইট-অন ৫২x২৪x৫২এক্স ২,০০০ টাকা এবং আসুস ৫২x৩২x৫২এক্স ২,২০০ টাকা, সনি ডিভিডি-আরডব্লিউ ২,১০০টাকা।
ডিভিডি-রম ড্রাইভঃ
আসুস ১৮এক্স ১,৪০০ টাকা,
লাইট-অন ১৬এক্স ১,৩০০ টাকা এবং
বেনকিউ ১৬এক্স ১,৩০০ টাকা।
কমবো ড্রাইভঃ
স্যামসাং ১,৬৫০ টাকা,
সনি ১৫৫০,
বেনকিউ ১,৭৫০ টাকা।
কেসিং :
১,৫০০ থেকে ২,২০০ টাকা।
মাউসঃ
১০০ থেকে ৯০০ টাকা।
কি-বোর্ডঃ
সাধারণ ২৫০ থেকে ৩৫০ টাকা।
মাল্টিমিডিয়া ৬০০ টাকা।
স্পিকারঃ
ক্রিয়েটিভ ইনস্পায়ার (৫:১) ৫,৫০০ টাকা, (৭:১) ৯৮০০; (৪:১) ৪,৫০০ টাকা, (২:১) ২,২০০ টাকা।
মাইক্রোল্যাব (২:১) ১,৭০০ থেকে ১,৮০০ টাকা, (৫:১) ৪,৫০০ টাকা,
ক্রিয়েটিভ এসবিএস (এ৩০০) ২,৫০০ টাকা।
টিভি কার্ডঃ
এভারমিডিয়া এক্সটারনাল ৪,০০০ টাকা ও ইন্টারনাল ২,৯০০ টাকা,
রিয়ালভিউ এক্সটারনাল ১,৫০০ টাকা ও গেড মি ১,৫০০ টাকা।
উইনস্টার ইউএসবি টিভি টিউনার ৪,০০০ টাকা।
প্রিন্টারঃ
ক্যানন বিজেসি আইপি১৩০০ ২,৫০০ টাকা,
এইচপি১৩৬০ ডেস্কজেট ৩,০০০ টাকা,
লেক্সমার্ক জেট৬৪৫ ৩,০০০ টাকা,
এপসন সি৫৯ ৩,৪০০ টাকা,
ক্যানন ১২১০ লেজার ১০,৫০০ টাকা;
এইচপি ১০০৫ লেজারজেট ৮,৪০০ টাকা;
লেক্সমার্ক ই১২০এন ৮,৩০০ টাকা।
এখানে শুধু যন্ত্রাংশের দাম দেওয়া হয়েছে। পুরো কম্পিউটার কেনার ক্ষেত্রে যন্ত্রাংশ সংযোজন খরচ ও সার্ভিস চার্জ যুক্ত হবে।
লেখা : এলিন (এডমিন ২০০৯)
সংগ্রহ : প্রথম আলো ( ১৪ই জুন ২০০৯ )