আমার ডেভেলপ করা আরেকটি এন্ড্রয়েড এ্যাপ : “Depression Checker Bangla v.1.0.0”

কিছুদিন ধরে কম্পিউটারের কাজের (বিশেষ করে কোডিং নিয়ে) কোন প্রাকটিস হচ্ছিল না। ভুলেই যাবো এমন ভেবে আবার প্রাকটিস শুরু করলাম। আর তাই এই এ্যাপটি ডেভেলপ করলাম। এ্যাপটির নাম ‘ডিপ্রেশন চেকার বাংলা’। এটি একটি এন্ড্রয়েড এ্যাপ, যা আমার ফোনে এন্ড্রয়েড ৪.২ ভার্সনে ভালো মতই কাজ করে।

এ্যাপটির কাজ হচ্ছে, স্ক্রিনে একটির পর একটি প্রশ্ন আসবে যার উত্তর শুধুমাত্র ‘হ্যাঁ’ বা ‘না’ তে দিতে হবে। এমন সর্বমোট ৯ টি প্রশ্ন আসবে (আমি এই তথ্যগুলো পেয়েছি পত্রিকা থেকে, ইন্টারনেটও দেখেছি)। ব্যবহারকারীর উত্তরগুলোর উপর ভিত্তি করে ফলাফল আসবে। এতে ব্যবহারকারী জানতে পারবে সে আসলেই বিষণ্ণতা বা ডিপ্রেশনে ভুগছে কিনা। খুবই সিম্পল।

depressionchecker

Read More

‘টু-ওয়ে মিরোর’ কি এবং কি করে বুঝবেন আপনার আয়নাটি ‘টু-ওয়ে মিরোর’ কিনা ?

টু-ওয়ে মিরোর কি ?

মিরোর বা আয়না আমরা সবাই চিনি। আয়না আমরা নিজেকে দেখার কাজে ব্যবহার করি। এছাড়াও আরও অনেক ধরনের কাজে ব্যবহৃত হয়। বাথরুমে, ড্রেসিং রুমে, হোটেল এবং আরও বিভিন্ন স্থানে আয়না বসানো থাকে আমাদের উপকারের জন্যই।

কিন্তু কেমন হয় যদি এই আয়নাটি ব্যবহার করে আমাকে শুধু আমিই নই অন্য কেউ দেখতে পায় ঠিক সেই সকল স্থানে যেখানে প্রাইভেসি থাকা উচিত !! আমরা যে আয়নাটি ব্যবহার করছি সেটা কি সিকিউর ! হ্যা এট আসলেই চিন্তার বিষয়।

আয়না আবার সিকিউর হবে না কেন?

কিছু কিছু আয়না আছে যার দুইটি পাশ থাকে, একপাশ রিফ্লেক্ট করে যেটা ব্যবহার করে আমরা নিজেকে দেখতে পাই এবং অপর পাশ থাকে ট্রাস্পারেন্ট যা ব্যবহার করে অন্য কেউ আমাদের দেখতে পায়। একেই বলে ‘টু-ওয়ে মিরোর’। Read More