ফটোজোন : হাই-রেজুলেশান ছবির জন্য ভিজিট করুন

আপডেট : সাইটটি বন্ধ আছে। এটা আর ব্যবহার করা হচ্ছে না।

যারা কম্পিউটার ব্যবাহার করেন তাদের অনেকই তাদের হার্ড ডিস্কে ছবি সংরক্ষণ করতে খুবই পছন্দ করেন। কিছুটা এ্যালবামে স্ট্যাম্প জমানোর মত। প্রায় ৫০০ থেকে ১০০০ বা আরো বেশি ছবি থাকে সবার কম্পিউটারে। সেই ছবিগুলোর কিছুটা থাকে ঘোলা, কিছুটা আবার খুব পরিস্কার। আবার কিছু ছবি থাকে একটু বড় করলেই ফেঁটে যায়। এর কারণ রেজুলেশান কম।
হাই রেজুলেশান ছবি খুব পরিস্কার হয় এবং বড় ( সাধারণত যেরকম বড় আপনার লাগবে ) করলেও সহজে ফাঁটে না। এইরকম বেশ কিছু হাই রেজুলেশান ছবি নিয়ে একটি সাইট হচ্ছে ‘ফটোজোন’। আপনি সেখান থেকে বলিউড, হলিউড, দেশি তারকাদের ছবি থেকে শুরু করে মজার ছবি, ডিজিটাল বা ত্রিমাত্রিক ছবি, ফুলের ছবি, গাড়ির ছবি, পশু-পাখির ছবি, বাংলাদেশের সৌন্দর্যের ছবি, বিখ্যাত ফটোগ্রাফারের তোলা গ্যালারী থেকে নেয়া ছবি ইত্যাদি সংরক্ষণ করতে পারবেন।

সাইটটির এড্রেস হলো : http://photozone.co.nr/

সাইটটি আপডেট হলে আমি মাঝে মাঝে আপডেট খবরটি জানাতে চেষ্টা করবো।

এই ছবিটির রেজুলেশান কমিয়ে এখানে দেয়া হয়েছে। ফটোজনে এর হাই রেজুলেশানটাকে পাওয়া যাবে।

এই ছবিটির রেজুলেশান কমিয়ে এখানে দেয়া হয়েছে। ফটোজনে এর হাই রেজুলেশানটাকে পাওয়া যাবে।

এই ছবিটির রেজুলেশান কমিয়ে এখানে দেয়া হয়েছে। ফটোজনে এর হাই রেজুলেশানটাকে পাওয়া যাবে।

লেখা : এলিন (এডমিন) ২০০৮

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.