“আমার এক বন্ধু প্রয়োজন”

আমার এক বন্ধু প্রয়োজন,
যে বাসবে ভালো হৃদয় দিয়ে-
বুঝবে আমার মন।
আমার এক বন্ধু প্রয়োজন॥

আমার এক বন্ধু প্রয়োজন,
যে হৃদয় মাঝে চুপটি করে-
খেলবে সারাক্ষণ।
আমার এক বন্ধু প্রয়োজন॥

যে দেখবে আমায় সেই নয়নে-
যাকে বাসবো আমি ভালো,
যে হৃদয় মাঝে জ্বালিয়ে দিবে-
ভালোবাসার আলো।

আমার এক বন্ধু প্রয়োজন,
যে বলবে কথা কানে-কানে-
সরলতার সুরে,
যে থাকবে আমার অনুভবে-
পুরো হৃদয় জুড়ে।

 

লেখা : এলিন (এডমিন)

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.