“আমার এক বন্ধু প্রয়োজন”

আমার এক বন্ধু প্রয়োজন,
যে বাসবে ভালো হৃদয় দিয়ে-
বুঝবে আমার মন।
আমার এক বন্ধু প্রয়োজন॥

আমার এক বন্ধু প্রয়োজন,
যে হৃদয় মাঝে চুপটি করে-
খেলবে সারাক্ষণ।
আমার এক বন্ধু প্রয়োজন॥

যে দেখবে আমায় সেই নয়নে-
যাকে বাসবো আমি ভালো,
যে হৃদয় মাঝে জ্বালিয়ে দিবে-
ভালোবাসার আলো।

আমার এক বন্ধু প্রয়োজন,
যে বলবে কথা কানে-কানে-
সরলতার সুরে,
যে থাকবে আমার অনুভবে-
পুরো হৃদয় জুড়ে।

 

লেখা : এলিন (এডমিন)

মানবী (কবিতা)

তোমায় ফুল বলি, না চাঁদ বলি-
না- বলি চাঁদের জ্যেতি;
তুমি হলে সাগর তলের-
ঝিনুকে ভরা মতি।
তুমি হলে সুকন্ঠি-
তুমি- সুলোচনা;
তুমি-
সুকেশি, সুনেত্রা, অনন্যা।
তুমি হলে দিনের সূর্য-
রাতের চন্দ্র, তারা;
তুমি হলে শান্ত সাগর-
নীরব স্রোতধারা।

Read More