আমরা কমবেশি অনেকেই অনলাইন ফাইল স্টোরেজের কথা জানি। আর গুগল ড্রাইভ, এর ভিতরে একটি। যারা গুগল ড্রাইভ ব্যবহার করে থাকেন তারা অনেকেই উইন্ডোজ ৮ এ তাদের পছন্দের এই গুগল ড্রাইভ চালাতে পারছেন না।
উইন্ডোজ ৮ এ গুগল ড্রাইভ চালাতে গেলে অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়। তাদের ভিতরে রয়েছে ‘পাইথন২৭’ ফাইল সংক্রান্ত সমস্যা।
যদি আপনি উইন্ডোজ ৮ এ গুগল ড্রাইভ ব্যবহার করতে গিয়ে কোন সমস্যায় পড়েন আর ‘পাইথন২৭’ সংক্রান্ত কোন ম্যাসেজ পান, তাহলে নিচের সমাধানটি একবার চেষ্টা করে দেখতে পারেন।
‘পাইথন২৭’ সংক্রান্ত সমস্যাটির সমাধান :
১. ‘https://drive.google.com/’ – এই সাইটটিতে গিয়ে আপনার জিমেইলের একাউন্ট দিয়ে লগইন করুন।
২. বামপাশে দেখুন একদম নিচে লেখা রয়েছে ‘Connect Drive to your desktop’ এবং একটি আইকনও রয়েছে, সেখানে ক্লিক করুন এবং আপনার জন্য নতুন ও আপডেট ভার্সনের Google Drive সফটওয়্যারটি ডাউন-লোড করে নিন।
৩. সম্পূর্ণ সেটআপ পক্রিয়া শেষ করুন পূর্বে যেভাবে করতেন। সেটআপ শেষে সফটওয়্যারটি ওপেন হবার চেষ্টা করবে এবং এরোর দেখাবে যেমন :
“Error loading Python DLL:
C:\Users\xxxx\AppData\Local\Temp\_MEI26162\python27.dll (error code 5)”
৪. আপনি গুগল ড্রাইভ ওপেন না করে নেট থেকে ‘python27.dll free download – DLL-files.com’ লিখে গুগলে সার্চ করে প্রয়োজনীয় ‘DLL’ ফাইলটি ডাউন-লোড করে নিন। ডাউন-লোড করতে সাইটটিতে গিয়ে ‘Download ZIP File’ নামে একটি বাটন পাওয়া যাবে সেটাতে ক্লিক করতে হবে। (বি:দ্র: যে কোন DLL ফাইলের জন্য এই সাইটটি ব্যবহার করা যেতে পারে)
৫. জিপ ফাইলটি ‘Extract’ (unzip) করতে হবে।
৬. আনজিপ করার পর ভিতরে ‘python27.dll’ নামে একটি ফাইল পাবো, ফাইলটি কপি করতে হবে।
৭. কপি করা ফাইলটি Google Drive যেখানে ইনস্টল করা আছে সেখানে গিয়ে পেস্ট করে দিয়ে আসতে হবে। যেমন : ‘C:\Program Files\Google\Drive’।
৮. সবশেষে Google Drive সফটওয়্যারটিতে মাউসের ডান বোতাম চেপে ‘Run as administrator’ অপশন দিয়ে রান করাতে হবে।
৯. এইবার আশা করি ঠিক মতই গুগল ড্রাইভ আপনার উইন্ডোজ ৮ এ রান করবে।
এর পরেও যদি সমস্যা করে তাহলে :
১. গুগল ড্রাইভ যেখানে ইনস্টল করেছেন সেখানে যান মানে এই পথে যাবেন : “C:\Program Files\Google\Drive“।
২. googledrivesync.exe ফাইলটিতে মাউসের ডান পাশের বোতাম দিয়ে ক্লিক করে Properties এ যেতে হবে।
৩. Compatibility লেখা ট্যাবটিতে যেতে হবে।
৪. Run this program in compatibility mod for: এ গিয়ে Windows 7 অপশনটি বাছাই করে দিতে হবে (অন্য কোন ভার্সন বাছাই করলে কাজ নাও হতে পারে)।
৭. এইবার ‘Run this program as an administrator’ অপশনটিতে ক্লিক করে একটি টিক বসাতে হবে।
৮. সবশেষে Apply এবং OK বাটনে ক্লিক করতে হবে। এইবার আবার Google Drive প্রোগ্রামটি ওপেন করতে হবে।
লেখা : এলিন ২০১৩
One thought to “উইন্ডোজ ৮ এ গুগল ড্রাইভ ইনস্টল করার সময় ‘python27.dll’ ফাইল সংক্রান্ত সমস্যার সমাধান”