আমার ডেভেলপ করা ডেস্কটপ-বেইসড জাভা প্রজেক্ট “MyWord Dictionary”

এখন আর কোন পোস্ট করাই হয় না। যা টুকটাক সবই ফেইসবুকে শেয়ার করে ফেলা হয়। এর জন্য আলাদা করে পোস্ট লিখে সেটা আবার ব্লগে পোস্ট করাটা কষ্টকর মনে হয়। আবার ব্লগটা খালিও রাখা যায় না। তাই ভাবছিলাম কিছু একটি পোস্ট করবো। এদিকে কয়েক বছর পর আবার জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টাডি শুরু করেছি। আবার সেই বেসিকটাই শিখতে বসেছি। একেই বলে দূরত্ব। কোন কিছু থেকে বেশ কিছুদিন দুরে থাকলে তার সাথে সম্পর্কটা কমে যায়। জানিনা মানুষের সাথে মানুষের সম্পর্কের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর কিনা ! 🙂

যা হোক। কিছুদিন স্টাডি করার পর একটি প্রজেক্ট নিয়ে বসলাম। প্রজেক্ট করতে গিয়ে শিখলে সেটা মনে থাকে ও বিভিন্ন সমস্যা ধরা পরে আর শেখার পাশাপাশি একটি প্রজেক্টও করে ফেলা হয় যা ইচ্ছা হলেই পোর্টফলিওতে যুক্ত করা যায়।

splash screen of myword dictionary
MyWord Dictionary এর Splashscreen

Dropbox : https://www.dropbox.com/sh/0htrxh8ngij2pwl/AABYUv5hs67xANR4Ny017Cxga?dl=0

ডাটাবেজ রিলেটেড প্রজেক্ট করবো তাই ডাটাবেজ খুঁজছিলাম নেটে। নতুন করে ডাটা টাইপ করতে অনেক সময় লেগে যাবে। পেয়েও গেলাম ডিকশনারি এর জন্য Read More

Photoshop CC : টাইপ করার সময় স্ক্রিন কালো হয়ে যাওয়া সমস্যাটির সমাধান

এডোবি ফটোশপ সিসি ভার্সনে কিছু কিছু পিসিতে টাইপ টুল নিয়ে কাজ করার সময় সম্পূর্ন স্ক্রিন কালো হয়ে যায়। এতে করে লেখা হয় ঠিকই কিন্তু লেখার সময় কিছুই দেখা যায় না কি লিখছি। একে Black Screen Problem বলে। এটা হয় গ্রাফিক্স কার্ড বা ভিডিও কার্ড এর ড্রাইভার আপডেট না থাকলে বা ভালো মত সাপোর্ট না করে থাকলে।

এই সমস্যার সমাধান নেটে খুঁজতে খুঁজতে শেষে আমাদের ‘প্রযুক্তিটিম’ এর ‘হাসান ভাই’ এর কাছ থেকে সমাধানটি পেয়ে গেলাম।

১. ফটোশপ সিসি ওপেন করুন।

২.  এইবার Edit মেনু থেকে > Preferences এ গিয়ে > Performance এ ক্লিক করুন।

৩. এখন Graphics Processor Settings থেকে use graphics processor এর অধীনে Advance Settings নামে একটি বাটন পাবেন সেখানে ক্লিক করুন এবং Drawing Mode থেকে Basic করে দিয়ে OK বাটনে ক্লিক করুন।
৪.    আবারও OK বাটনে ক্লিক করুন।
৫.    Adobe Photoshop CC রিস্টার্ট করুন (ফটোশপ বন্ধ করে আবার চালু করুন)।
৬.    দেখুন লেখা কেমন হয়। যদি এক্ষেত্রে কাজ না হয় তাহলে উপরের সব কাজ আবার করুন, শুধুমাত্র ৩ নম্বর ধাপে Graphics Processor এর থেকে টিক চিহ্ন তুলে ফেলুন এবং OK করে বেরিয়ে এসে আবার ফটোশপ রিস্টার্ট করুন।

লেখা : এলিন (২৩/০২/২০১৪)

(ধন্যবাদ ‘হাসান যুবায়ের ভাই’ কে।)

উইন্ডোজ ৮ এ গুগল ড্রাইভ ইনস্টল করার সময় ‘python27.dll’ ফাইল সংক্রান্ত সমস্যার সমাধান

আমরা কমবেশি অনেকেই অনলাইন ফাইল স্টোরেজের কথা জানি। আর গুগল ড্রাইভ, এর ভিতরে একটি। যারা গুগল ড্রাইভ ব্যবহার করে থাকেন তারা অনেকেই উইন্ডোজ ৮ এ তাদের পছন্দের এই গুগল ড্রাইভ চালাতে পারছেন না।

উইন্ডোজ ৮ এ গুগল ড্রাইভ চালাতে গেলে অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়। তাদের ভিতরে রয়েছে ‘পাইথন২৭’ ফাইল সংক্রান্ত সমস্যা।

যদি আপনি উইন্ডোজ ৮ এ গুগল ড্রাইভ ব্যবহার করতে গিয়ে কোন সমস্যায় পড়েন আর ‘পাইথন২৭’ সংক্রান্ত কোন ম্যাসেজ পান, তাহলে নিচের সমাধানটি একবার চেষ্টা করে দেখতে পারেন।

Error Message
Error

‘পাইথন২৭’ সংক্রান্ত সমস্যাটির সমাধান :

১. ‘https://drive.google.com/‎’ – এই সাইটটিতে গিয়ে আপনার জিমেইলের একাউন্ট দিয়ে লগইন করুন। Read More

যে ৫টি রোগ : যার ব্যাপারে ডাক্তাররা রোগীদের মিথ্যে বলে

১. থাইরয়েড ডিসঅর্ডারস (Thyroid Disorders)

থাইরয়েড ডিসঅর্ডারস (Thyroid Disorders)

থাইরয়েড হচ্ছে, ‘প্রজাপতির আকারে দেখতে একটি গণ্ড যা মানুষের ঘাড়ে বিদ্যমান এবং কলার-বোন বা  কণ্ঠার উপরে থাকে। ইহা একমাত্র অন্তঃ-স্রাবী গ্রন্থি যা হরমোন তৈরি করে থাকে। থাইরয়েড আমাদের বিপাক সেট কে সাহায্য করে (কি করে আমাদের শরীর খাদ্য থেকে শক্তি পায়)।

আর থাইরয়েড সমস্যাকে সহজভাবে বলতে গেলে গলার/ঘাড়ের সমস্যাকে বুঝায়। যা হোক, এই সমস্যা অনেক ধরনের হয়ে থাকে। সমস্যাগুলিকে ‘থাইরয়েড ডিসঅর্ডারস’ বলা হয়। সাধারণত এটা ঘটে থাকে যখন থাইরয়েড সঠিকমত কাজ না করে। এই সময় মানুষের বেড়ে ওঠা, নার্ভাস-সিস্টেম ঠিকমত কাজ করে না। আর রোগী বিষণ্ণতায়ও ভুগে থাকে।

ডাক্তাররা সাধারণত এই ধরনের সমস্যা ‘থাইরয়েড ডিসঅর্ডারস’ এর কথা রোগীকে বলে না। কোন মতে মিথ্যে বলে বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করে। Read More

কিছু সময় পর পর পিসি শাটডাউন হতে থাকলে কি করবেন

অনেক সময় দেখবেন পিসি আপনা আপনি শাটডাউন হতে চায়। তখন সেটাকে শাটডাউন হতে দিতেই হয়। কিছুই করার থাকে না। শাটডাউন বার্তা আসে :

এর থেকে পরিত্রান পেতে যা করতে হবে :
. Start –> Run যান।
. টাইপ করুন shutdown-a এবং এন্টার বোতামে চাপ দিন।

ব্যাস!!

লেখা : এলিন (এডমিন)
সূত্র : ইন্টারনেট ২০০৮