শুধু তোমাকে নিয়ে

আজ আর বলবো না।
আজ আর বলবো না, হৃদয়ে জমে থাকা কষ্টের কথা।
আজ আর বলবো না।

আজ আর শোনাবো না,
হাঁসির আড়ালে লুকিয়ে থাকা কান্নার শব্দ।

আজ থাকনা পড়ে সেই সব পুরনো এক ঘেয়েমী কথাগুলো !
আজ নাই বা দেখলে হৃদয়ের সেই সব পুরনো ক্ষত,
যা প্রতিদিন দেখে যাও, গুনে যাও অবিরত।

Read More

‘Why This Kolaveri Di’ – আমার ভালোলাগা একটি ভিডিও গান

চমৎকার এক নতুন আইডিয়া নিয়ে গানটি করা হয়েছে। আমার কাছে খারাপ লাগেনি, তাই আমার ব্লগ এ শেয়ার করছি।

এই গানটি ‘তামিল’ সিনেমার গান। সিনেমাটির নাম ‘থ্রি’। ২০১২ সালে সিনেমাটি রিলিজ পাবার কথা আছে। গানটির ব্যাকগ্রাউন্ড স্কোর এবং কম্পোজ করেছিলেন ‘অনিরূধ রবি-চন্দার’।

কিন্তু গানটি অফিসিয়ালি রিলিজ পেয়েছে ২০১১ এর নভেম্বর মাসের ১৬ তারিখ।
ইতিমধ্যে গানটি ইউটিউবে সর্বাধিকবার সার্চের রেকর্ড করে ফেলেছে ইন্ডিয়াতে।

গানটিতে এমন কিছু ইংরেজি শব্দ ব্যবহার করা হয়েছে যা তামিল ভকাবুলারিতে রয়েছে। যেমন : I, you, me, how, why, cow ।

গানটির লিরিক্স খুবই সহজ রাখা হয়েছে। এবং এখানে ব্যবহার করা হয়েছে Tanglish, অর্থাৎ Tamil এবং English এর সংমিশ্রণ।

এই গানটিতে সেই সব অধিকাংশ ছেলেদের কথা বলা হয়েছে যারা প্রেমে ব্যর্থ হয়েছে অথবা, সমস্যায় আছে তাদের গার্ল-ফ্রেন্ডদের নিয়ে।

অফিসিয়াল রিলিজের মাত্র ১ সপ্তাহের ভিতরেই ভিডিওটি ইউটিউবে ১.৩ মিলিয়ন এরও অধিক ভিউয়ার ভিজিট করেছে, ফেইসবুকে ১ মিলিয়নেরও বেশি শেয়ার করা হয়েছে, এবং ৩ নভেম্বর ২০১১ এ এই গানটি ইউটিউবে ১ কোটি হিট ছাড়িয়ে গেছে।

Read More

ভয়

যদি বল আমায়,

ঐ দুর নীলিমায়,

ছড়িয়ে দেবো তোমার ঠোঁটের রং।

যদি বল একবার,

পৃথিবীর সব সুন্দর কেড়ে এনে দেবো।

যদি ভালো লাগে আকাশের ঐ চাঁদ,

পেড়ে এনে দেবো।

যদি চাও হৃদয়ের গহীন হতে এনে দেবো-

গাড় নীল।

Read More

ক্রমশ বদলে যাচ্ছি

আমি বদলে যাচ্ছি।

বদলে যাচ্ছি ধীরে ধীরে-

যা আমি চাই না।

আমি বদলে যাচ্ছি।

বদলে যাচ্ছে মনের অনুভূতি-

বদলে যাচ্ছে সেই পুরনো যন্ত্রণা।

বদলে যাচ্ছে সেই চাঁদ- রাতের নিস্তব্ধতা।

Read More

একটি স্বপ্ন – ‘ঘুম ভেঙ্গে দিল ছোট্ট চড়ুই’…

গতরাতে ঘুমাই নি। জেগে জেগে নিশি পার করেছি। পরের দিন (মানে আজ সকালে) গোসল করে, খেয়েদেয়ে তারপর ঘুমাতে যাই। প্রায়ই আমার এমনটি হয়। নিস্তব্ধ রাতের সাথে কাঁটিয়ে দেই জীবনের কতকটা মূহুর্ত। খুব ভাল লাগে কিনা, জানি না- শুধু জানি এটাই নিয়ম।

নিস্তব্ধ রাতেরাও আমার সঙ্গ চায়, যেমনটা চায় আমার প্রিয় বন্ধুরা। …

যা হোক, সকালে একটু শুয়ে থাকলাম। চোখের পাতাদুটি এক হতেই কে যেন আমার কপালে মৃদু স্পর্শ করলো। সেই স্পর্শ এতোটা কোমল ছিল, এতোটা সুন্দর ছিল- যে আমার ঘুম ভেঙ্গে গেল।

তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না- সেই বরাবরের মতই। শুধু বুঝতে পারলাম। …

স্পর্শটি ছিল ছোট্ট এক চড়ুইয়ের। সে উড়ে এসে তার ছোট্ট ঠোঁট দিয়ে আমার কপালে স্পর্শ করলো। যেন বরাবরের মতই চুমু গেঁথে দিল। ঘুম ভেঙ্গে গেলে আমি তাকে অনেক খুঁজি, কিন্তু পাই না। …

আমার কৌতূহলী মন, আজও সেই ছোট্ট চড়ুইয়ের সন্ধান করে বেড়ায়। জানতে চায় তার উদ্দেশ্য- চিনতে চায় তার আসল রূপ। …

– এলিন ( তারিখ: ০৩/১১/২০১১)