ক্রমশ বদলে যাচ্ছি

আমি বদলে যাচ্ছি।

বদলে যাচ্ছি ধীরে ধীরে-

যা আমি চাই না।

আমি বদলে যাচ্ছি।

বদলে যাচ্ছে মনের অনুভূতি-

বদলে যাচ্ছে সেই পুরনো যন্ত্রণা।

বদলে যাচ্ছে সেই চাঁদ- রাতের নিস্তব্ধতা।

বদলে যাচ্ছে প্রকৃতির কল্পনা।

আমি বদলে যাচ্ছি।

যা আমি চাই না।

কিন্তু এটাই নিয়ম।

একেই মেনে নিতে হয়-

যা আমি পারিনা।

কিন্তু আমি জানি-

একদিন সব কিছু বদলে যাবে।

বদলে যাবে আপন ভুবন,

মনের সেই সাজানো ঘর।

বদলে যাবে এই শরীর,

হয়ে যাবে জীব থেকে জড়।

                                                                  -এলিন (২১/১১/২০১১)

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *