Windows XP তে সিস্টেমের ইনফরমেশন দেখা

আপনি যেকোন সিস্টেমের information গুলি দেখতে পারেন কমান্ড প্রমট ব্যবহার করে। এর দ্বারা আপনি সিস্টেমের processor, Bios, Available Physical Memory, OS Configuration, networking information, installed hot fixes and System up Time ইত্যাদি জানতে পারবেন।

যা করতে হবে :
১. প্রথমে Start button এ ক্লিক করুন -> তারপর Run option এ ক্লিক করুন -> টাইপ করুন cmd -> এবং Ok button এ চাপুন। ( Command Prompt ওপেন হবে )

২. এবার command prompt এ টাইপ করুন systeminfo এবং এন্টার চাপুন। সকল ইনফরমেশন দেখতে পাবেন।

উৎস : কম্পিউটার ফ্রি টিপস
সম্পাদনা ও অনুবাদ : এলিন (এডমিন) ২০১০

উইন্ডোজের টাস্কবারের ঘড়ির ডানে নিজের নাম বসাবেন কিভাবে?

উইন্ডোসের টাস্কবারের ডানে ঘড়ির পাশে AM বা PM লেখা থাকে। সেখানে কিভাবে নিজের নাম বসাবেন(!) টাস্কবারটি আগে দেখুন :

টাস্কবারে ঘড়ির পাশে নাম লিখতে যা করতে হবে :
১. Start এ ক্লিক করুন –> Settings এ ক্লিক করুন –> Control Panel এ যান।
২. এবার Regional and Language Options এ ডাবল ক্লিক করুন।
৩. এবার Regional Options ট্যাবটিতে যান।
৪. Customize… এ ক্লিক করুন –> Time এ যান।
৫. এবার AM symbol এবং PM symbol এ এর ঘরগুলিতে ক্লিক করে নিজের নাম লিখুন।
৬. Apply তে ক্লিক করুন তারপর OK বাটনে ক্লিক করুন।
৭. আবার একইভাবে Apply তে ক্লিক করুন তারপর OK বাটনে ক্লিক করুন।
ব্যাস!!
দেখুন টাস্কবারটি :

লেখা : এলিন (এডমিন) ২০০৮
সূত্র : ইন্টারনেট

শাটডাউন বাটন হাইড/আনহাইড করা

আপনি ইচ্ছা করলে শাটডাউন বাটনটি হাইড করতে পারেন। এজন্য আপনাকে যা করতে হবে :

১. অবশ্যই আপনাকে এডমিন হয়ে পিসিটি লগইন করতে হবে।
২. ক্লিক করুন Start button তারপর Run এ ক্লিক করুন এবার টাইপ করুন regedit এবং Enter করুন।
৩. HKEY_CURRENT_USER এ ক্লিক করুন -> Software এ যান -> Microsoft এ ক্লিক করু -> Windows বাছাই করুন -> এবার CurrentVersion এ ক্লিক করুন তারপর Policies তে ক্লিক করুন -> Explorer এ যান।
৪. এবার ডানপাশের প্যানেল হতে মাউসের ডান বোতামে ক্লিক করুন।
৫. new তে ক্লিক করুন -> এরপর DWORD value কে ক্লিক করুন এবং নাম দেবার জন্য NoClose লিখুন।
৬. এখন ‘NoClose‘ এ ডাবল ক্লিক করুন এবং value data box এ 1 লিখুন।
৭. OK করুন।
৮. registry editor বন্ধ করুন এবং পিসিটি restart করুন।
৯. এবার দেখুন আপনার শাটডাউন বাটনটি স্টার্ট মেনু থেকে উধাও হয়ে যাবে।
১০. কিন্তু পরবর্তীতে আবার এই shutdown button টি মেনুতে স্থাপন বা আনহাইড করতে চাইলে সামন্য একটু পরিবর্তন করতে হবে। উপরের ৬ নং ধাপে value data box এ শুধুমাত্র 1 এর স্থলে 0 টাইপ করতে হবে অথবা DWORD item টি delete করে দিতে হবে।
১১. আবার registry editor বন্ধ করতে হবে এবং পিসিটি restart করতে হবে।
১২. এইভাবে স্টার্ট মেনু হতে শাটডাউন বাটনটি হাইড এবং আনহাইড করা যাবে।

উৎস : কম্পিউটার ফ্রী টীপস
অনুবাদ : এলিন (এডমিন) ২০০৮