উইন্ডোজ এর ‘Send To’ মেনু নিজের পছন্দ মত করে সাজান

উইন্ডোজ ব্যবহারকারী প্রায়ই সকলেই উইন্ডোজের এই ‘Send to’ মেনুর সাথে পরিচিত। যে কোন ফাইল বা ফোল্ডারে মাউসের ডান বোতাম ক্লিক করলেই আমরা এই মেনুটিকে দেখতে পাই। এই মেনুর দ্বারা আমরা যে কোন ফাইল/ফোল্ডারকে পেন-ড্রাইভে বা অন্য কোন স্থানে খুব সহজেই কপি করে নিতে পারি। এছাড়াও ডেস্কটপে শর্টকাট তৈরি করতে পারি, কমপ্রেস করে অন্য কোথাও সহজেই কপি করে রেখে দিতে পারি, সিডি/ডিভিডিতে রাইটও করতে পারি।

send-to-menu

ইচ্ছে করলেই আমরা এই মেনুটিকে নিজের পছন্দমত সাজিয়ে নিতে পারি। যেমন, মনে করুন আপনার ইচ্ছে আপনি বিভিন্ন ড্রাইভ থেকে আপনি ফাইল/ফোল্ডার একটি ফোল্ডারে কপি করে নিবেন পরে সেই ফোল্ডারটিকে সিডিতে রাইট করবেন বা ফোনে ভরে রাখবেন। অথবা, আপনি যখন আপনার ফোনে গান নিতে চান, তখন এই ‘Send To’ মেনু আপনাকে অনেক সাহায্য করবে।

Read More

উইন্ডোজ এক্সপিতে কি Auto run CD এনাবল বা ডিসেবল করা

উইন্ডোজ এক্সপিতে সিডি/ডিভিডি রোমে কোন সিডি/ডিভিডি প্রবেশ করামাত্রই সেটা রান করে। এই ফিচারটি খুবই সুবিধাজনক। তবে মাঝে মাঝে এটি বিরক্তির কারণ হয়ে দ্বারায়। তখন এই ফিচারটিকে বন্ধ করার প্রয়োজন পড়ে।

কি করে অটোরান সিডি ফিচারটি বন্ধ করা যায় :

১. ক্লিক করুন Start button -> Run option এ ক্লিক করুন -> টাইপ করুন regedit -> এবং Enter বাটন চাপুন।
২. ক্লিক করুন HKEY_LOCAL_MACHINE -> তারপর SYSTEM -> CurrentControlSet ক্লিক করুন -> Services এ ক্লিক করুন -> Cdrom -> Autorun এ ডাবল ক্লিক করে Value Data তে ভ্যালু পরিবর্তন করুন ( যদি ভ্যালু 0 করে দেন তাহলে disable হবে আর যদি 1 করে দেন তাহলে enable হবে।

উৎস : কম্পিউটার ফ্রি টিপস
সম্পাদনা ও অনুবাদ : এলিন (এডমিন) ২০০৮