Photoshop CC : টাইপ করার সময় স্ক্রিন কালো হয়ে যাওয়া সমস্যাটির সমাধান

এডোবি ফটোশপ সিসি ভার্সনে কিছু কিছু পিসিতে টাইপ টুল নিয়ে কাজ করার সময় সম্পূর্ন স্ক্রিন কালো হয়ে যায়। এতে করে লেখা হয় ঠিকই কিন্তু লেখার সময় কিছুই দেখা যায় না কি লিখছি। একে Black Screen Problem বলে। এটা হয় গ্রাফিক্স কার্ড বা ভিডিও কার্ড এর ড্রাইভার আপডেট না থাকলে বা ভালো মত সাপোর্ট না করে থাকলে।

এই সমস্যার সমাধান নেটে খুঁজতে খুঁজতে শেষে আমাদের ‘প্রযুক্তিটিম’ এর ‘হাসান ভাই’ এর কাছ থেকে সমাধানটি পেয়ে গেলাম।

১. ফটোশপ সিসি ওপেন করুন।

২.  এইবার Edit মেনু থেকে > Preferences এ গিয়ে > Performance এ ক্লিক করুন।

৩. এখন Graphics Processor Settings থেকে use graphics processor এর অধীনে Advance Settings নামে একটি বাটন পাবেন সেখানে ক্লিক করুন এবং Drawing Mode থেকে Basic করে দিয়ে OK বাটনে ক্লিক করুন।
৪.    আবারও OK বাটনে ক্লিক করুন।
৫.    Adobe Photoshop CC রিস্টার্ট করুন (ফটোশপ বন্ধ করে আবার চালু করুন)।
৬.    দেখুন লেখা কেমন হয়। যদি এক্ষেত্রে কাজ না হয় তাহলে উপরের সব কাজ আবার করুন, শুধুমাত্র ৩ নম্বর ধাপে Graphics Processor এর থেকে টিক চিহ্ন তুলে ফেলুন এবং OK করে বেরিয়ে এসে আবার ফটোশপ রিস্টার্ট করুন।

লেখা : এলিন (২৩/০২/২০১৪)

(ধন্যবাদ ‘হাসান যুবায়ের ভাই’ কে।)

বিজনেস কার্ড’ ডিজাইন : পর্ব-১ (আলোচনা)

বিজনেস কার্ড ডিজাইন করার জন্য আমাদের প্রথমে কিছু বেসিক কাজ সম্পর্কে জেনে নিতে হবে। যেমন : কার্ড এর প্রকৃত সাইজ কেমন হয়, কি কি বিষয় উল্লেখ করা থাকবে, লেখার ধরন কেমন হবে, লেখার সাইজ কেমন হবে ইত্যাদি।

আমি প্রথমে কিছু বেসিক বিষয় সম্পর্কে আলোচনা করবো এবং পরবর্তীতে একটি বিজনেস কার্ড ডিজাইন করে দেখাবো।

বিজনেস কার্ডটি ডিজাইন করতে আমাদের ব্যবহার করতে হতে পারে ইলাস্ট্রেটর এবং ফটোশপ সফটওয়্যার দুইটিকে। ইলাস্ট্রেটর দিয়ে মূল ফরম্যাট এবং লেখাগুলো হবে আর ফটোশপ দিয়ে কোন ছবি মডিফাই করার প্রয়োজন হলে সেটা করে নিতে হবে। এবং সবশেষে কাজটি ইলাস্ট্রেটরে সেইভ করে নিতে পারি, তাহলে কোয়ালিটি ভালো পাওয়া যাবে।

8 Read More

জোনাথন

আজ সাইট ঘাটতে ঘাটতে হঠাৎ করে একটা সাইট চোখে পড়ল। খুব ভালো ডিজাইন করা। সাইটটিতে দেখলাম আমার প্রিয় কিছু বিষয় রয়েছে। তাই আগ্রহ দেখালাম।

এটি একজন জোনাথন নামের ভিনদেশী লোকের ব্যক্তিগত সাইট। যতই দেখছিলাম খুব লোকটির প্রতি ততই আগ্রহ লাগছিল। তিনি একজন নামকরা গ্রাফিক্স এবং ওয়েব ডিজাইনার হিসাবে পরিচিত। ৭ বছর যাবত তিনি গ্রাফিক্স এবং ওয়েব ডিজাইনের সাথে জড়িত। তার করা ডিজাইন বিভিন্ন ম্যাগাজিনের কভারপেজ হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও তিনি ফ্যাশন জগতেও কাজ করেন। তিনি ওয়েব, গ্রাফিক্স এবং লোগো ডিজাইন থেকে শুরু করে ভিডিও এডিটিং সহ এক ডজন ফীল্ডে এক্সপার্ট। সাইটটি একবার দেখুন। নিচের লিংকটিতে ক্লিক করুন।
http://www.designsbyjonathan.com/

লেখা : এলিন (এডমিন) ২০০৮