কম্পউটারের কথা মনে হলেই প্রথমে যে বিষয়ের কথা মনে হয়, তা হলো কম্পিউটার গেমস। কম্পিউটার আছে কিন্তু গেমস নাম এমন পিসি খুব একটি দেখা যায় না।
গেমস শুধু এখন আর বাচ্চাদেরই পছন্দ তা নয়, বড়রাও গেমস খেলতে খুব পছন্দ করেন। আমেরিকায় সব থেকে বেশী গেমস খেলতে দেখা যায় যাদের বয়স ৩০ বা উপরে।
গেমস যারা খেলে তারা সময় কাটানোর জন্য শুধু গেমস খেলে তা নয়, এমনও হয় গেমস খেলতে খেলতে তারা অন্যান্য কাজের সময়ও হারিয়ে ফেলে। এখন সময় কাটানোর জন্য কেউ গেমস খুঁজে না বরং গেমস খেলা জন্য সময় খুঁজে।