বিশ্বের সর্বাধিক দেখাকৃত যে ছবিটি

উপরের ছবিটির সাথে আপনারা অবশ্যই পরিচিত। ছবিটির নাম হচ্ছে ‘Bliss’, যা উইন্ডোজ এক্সপির জন্য একটি স্ট্যান্ডার্ড মানের ওয়ালপেপার। চার্লস ও’ রেয়ার নামক একজন আমেরিকান ফটোগ্রাফার, (যিনি ন্যাশনাল জিওগ্রাফির একজন ফটোগ্রাফার) তিনি তুলেছিলেন। বিশ্বের একটি নামকরা ছবির ভিতরে একটি হিসাবে গ্রহণযোগ্য এবং সর্বাধিক দেখাকৃত একটি ছবি। অনুমান করা হয় ২০০২ (যখন ছবিটি পাবলিশ হয়) থেকে এই পর্যন্ত প্রায় ১ বিলিয়নেরও অধিকবার এই ছবিটি দেখা হয়েছে।

এক সময় এই ফটোগ্রাফার ও’রেয়ার ক্যালিফোর্নিয়ার নাপা ভ্যালি এর কাছে একটি আঙ্গুরের ক্ষেত ছিল সেখানেই ছিল। এই ছবিটি তিনি নিয়েছিলেন ১২/১২১ রোডের পাশ দিয়ে।

এই ছবিটি দেখলে মনে হয় এটা একটি ত্রিমাত্রিক ছবি যাতে কাজ করা হয়েছে। কিন্তু ও’রেয়ার প্রমাণ করে দেয় যে এটা উনার নিজের তোলা ছবি। এবং এতে কোন কাজ করা হয় নাই।

অনুবাদ : এলিন ২০১২

উৎস : Internet 

কম্পিউটার গেমস : “সীমান্তে সংঘাত”

টোটাল ওভারডোজ: এ গানস্লিংগারস টেল ইন মেক্সিকো

ক্ষমতা হাতে পেলে অনেকেই তার ভূল ব্যবহার করে, ফলে কাউকে ক্ষমতা দেওয়ার আগে চিন্তা করা উচিত, লোকটি ক্ষমতা নিয়ে কী করবে৷ সে কি কোনো শুভকাজে ক্ষমতার ব্যবহার করবে? নাকি সে ক্ষমতা খাটিয়ে মানুষের অনিষ্ট করবে৷ যেমন হয়ে দাঁড়িয়েছে টোটাল ওভারডোজ: এ গানস্লিংগারস টেল ইন মেক্সিকো গেমে৷ মেক্সিকোর একিট শহরকে ঘিরে এগিয়েছে গেমের কাহিনীর প্রেক্ষাপট৷ মাফিয়া দলের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে স্থানীয় ডিস্ট্রিক্ট অ্যাটর্নি তাঁর সহকারীকে দায়িত্ব দেন মাফিয়া দলকে ধ্বংস করার জন্য৷ পরবর্তী সময়ে পরিচিত মানুষের বিশ্বাসঘাতকতার কারণে তিনি ধরা পড়ে জান নিয়ে পালাতে সক্ষম হন৷ কিন্তু পালানোর সময় মাফিয়া দলের সাথে বন্দুকযুদ্ধে আহত হন তিনি৷ ফলে তিনি দায়িত্ব হস্তান্তর করেন তাঁর যমজ ভাই রোমিরো ক্রুজকে৷ রোমিরোরও তাঁর যমজ ভাইয়ের হয়ে দায়িত্ব পালন করার চেয়ে মাফিয়া দলের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশের গুরুত্ব অনেক বেশি৷ একটা সময় তাঁদের বাবা মাফিয়ার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মারা যান৷ কাজেই তাঁদের কাছে বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার গুরুত্ব অনেক বেশি৷ এ কারেণ তাঁদের মূল উদ্দেশ্য হচ্ছে, মাফিয়া ডনদের ধ্বংস করা৷ ক্ষমতাধর মাফিয়া ডন, ড্রাগ ডিলার প্রভৄতির বিরুদ্ধে তাঁর এই অসীম সাহসী লড়াই নিয়েই তৈরি করা হয়েছে এই গেমটি৷ গেমে সম্পূর্ণরূপে ওয়েষ্টার্ন ধাঁচের গানফাইট খেলতে হবে গেমারকে৷ তবে এর মধ্যেও থাকবে গাড়ি নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া, রাতের অন্ধকারে রাইফেল নিয়ে শত্রুদের আক্রমণ করা৷ ফলে সব মিলিয়ে বেশ নজর দিয়ে খেলতে হবে গেমারকে৷ গেমটির সাউন্ড এবং গ্রাফিক্স কোয়ালিটি ভালো, যা আপনাকে খেলাটি এগিয়ে নিয়ে যেতে উৎসাহ জোগাবে৷

যা যা প্রয়োজন :
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ২০০০, এক্সপি, এমই
প্রসেসর: পেন্টিয়াম থ্রি ৭৫০ মেগাহার্টজ
ভিডিওকার্ড: এসভিজিএ
সিডি-রম ড্রাইভ: ১৬ এক্স
র‌্যাম : ১২৮ মেগাবাইট র‌্যাম।

এই গেমসটির নিজস্ব ওয়েবসাইটটি হলো : http://totaloverdose.com/
ওয়েবসাইটি বেশ সুন্দর। ভিজিট করেই দেখুন।

উৎস : প্রথম আলো ২০০৮
সম্পাদনা : এলিন (এডমিন)