টোটাল ওভারডোজ: এ গানস্লিংগারস টেল ইন মেক্সিকো
ক্ষমতা হাতে পেলে অনেকেই তার ভূল ব্যবহার করে, ফলে কাউকে ক্ষমতা দেওয়ার আগে চিন্তা করা উচিত, লোকটি ক্ষমতা নিয়ে কী করবে৷ সে কি কোনো শুভকাজে ক্ষমতার ব্যবহার করবে? নাকি সে ক্ষমতা খাটিয়ে মানুষের অনিষ্ট করবে৷ যেমন হয়ে দাঁড়িয়েছে টোটাল ওভারডোজ: এ গানস্লিংগারস টেল ইন মেক্সিকো গেমে৷ মেক্সিকোর একিট শহরকে ঘিরে এগিয়েছে গেমের কাহিনীর প্রেক্ষাপট৷ মাফিয়া দলের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে স্থানীয় ডিস্ট্রিক্ট অ্যাটর্নি তাঁর সহকারীকে দায়িত্ব দেন মাফিয়া দলকে ধ্বংস করার জন্য৷ পরবর্তী সময়ে পরিচিত মানুষের বিশ্বাসঘাতকতার কারণে তিনি ধরা পড়ে জান নিয়ে পালাতে সক্ষম হন৷ কিন্তু পালানোর সময় মাফিয়া দলের সাথে বন্দুকযুদ্ধে আহত হন তিনি৷ ফলে তিনি দায়িত্ব হস্তান্তর করেন তাঁর যমজ ভাই রোমিরো ক্রুজকে৷ রোমিরোরও তাঁর যমজ ভাইয়ের হয়ে দায়িত্ব পালন করার চেয়ে মাফিয়া দলের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশের গুরুত্ব অনেক বেশি৷ একটা সময় তাঁদের বাবা মাফিয়ার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মারা যান৷ কাজেই তাঁদের কাছে বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার গুরুত্ব অনেক বেশি৷ এ কারেণ তাঁদের মূল উদ্দেশ্য হচ্ছে, মাফিয়া ডনদের ধ্বংস করা৷ ক্ষমতাধর মাফিয়া ডন, ড্রাগ ডিলার প্রভৄতির বিরুদ্ধে তাঁর এই অসীম সাহসী লড়াই নিয়েই তৈরি করা হয়েছে এই গেমটি৷ গেমে সম্পূর্ণরূপে ওয়েষ্টার্ন ধাঁচের গানফাইট খেলতে হবে গেমারকে৷ তবে এর মধ্যেও থাকবে গাড়ি নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া, রাতের অন্ধকারে রাইফেল নিয়ে শত্রুদের আক্রমণ করা৷ ফলে সব মিলিয়ে বেশ নজর দিয়ে খেলতে হবে গেমারকে৷ গেমটির সাউন্ড এবং গ্রাফিক্স কোয়ালিটি ভালো, যা আপনাকে খেলাটি এগিয়ে নিয়ে যেতে উৎসাহ জোগাবে৷
যা যা প্রয়োজন :
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ২০০০, এক্সপি, এমই
প্রসেসর: পেন্টিয়াম থ্রি ৭৫০ মেগাহার্টজ
ভিডিওকার্ড: এসভিজিএ
সিডি-রম ড্রাইভ: ১৬ এক্স
র্যাম : ১২৮ মেগাবাইট র্যাম।
এই গেমসটির নিজস্ব ওয়েবসাইটটি হলো : http://totaloverdose.com/
ওয়েবসাইটি বেশ সুন্দর। ভিজিট করেই দেখুন।
উৎস : প্রথম আলো ২০০৮
সম্পাদনা : এলিন (এডমিন)