গুগল গ্লাসের দূর্বলদিক !!

ডেভেলপাররা গুগল গ্লাসের একটি দূর্বলদিক খুঁজে বেড় করেছেন। QR Code বা Quick Response Code (কুইক রেসপন্স কোড) ব্যবহার করে গুগল গ্লাসকে কোন একটি কাজ করতে বাধ্য করানো সম্ভব। এক্ষেত্রে গুগল গ্লাসের ইউজার স্ক্রিন অন্যের সাথে শেয়ার করা অথবা ওয়াইফাই চালু করে অন্যকে শেয়ার দেয়ার মত ভয়ানক কাজও ইউজারের অজান্তেই করানো যেতে পারে কিউ আর কোড ব্যবহার করার মাধ্যমে।

গুগল গ্লাস
গুগল গ্লাস

গুগল গ্লাসে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এর ক্যামেরা কোন ‘কিউ আর কোড’ দেখামাত্রই তা সনাক্ত করে ফেলে এবং সেই অনুযায়ী কাজ করা শুরু করে দেয়। যদি কোন ‘কিউ আর কোড’ কোন সংখ্যাকে প্রকার করে তাহলে গুগল গ্লাস কেউ কিউ আর কোডকে সনাক্ত করেই সরাসরি সেই সংখ্যাটিকে পড়ে নেবে।

এই সুযোগটি নিতে চেষ্টা করছে হ্যাকাররা। হ্যাকাররা ক্ষতিকারক ‘কিউ আর কোড’ তৈরি করছে যা গুগল গ্লাস দেখামাত্রই এমন কিছু কর্মকাণ্ড ঘটাবে যা গুগল গ্লাস ব্যবহারকারীর জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে।

গুগল গ্লাস ব্যবহারকারীরা ক্ষতিকর সেইসব ‘কিউ আর কোড’ পড়লে অনায়াসেই ব্লুটুথ বা ওয়াইফাই এর কারণে অন্য গুগল গ্লাস ব্যবহারকারীরা তা জেনে নিতে পারবে। এর ফলে এটিএম এর পিন-কোড বা কোন গোপন তথ্য চুরি হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।

লেখা : এলিন ২০১৩

এলো ৮০ গিগাবাইট হার্ডডিস্কের ই-পিসি

ASUS Eee PC 1000H.gifআসুস ব্র্যান্ডের ই পিসি পরিবারের নতুন সংযোজন ই পিসি ১০০০এইচ মডেলটি সমপ্রতি বাংলাদেশে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লি:। এর ব্যাটারীর ব্যাকআপ সর্বোচ্চ ৪.৫ ঘন্টা। ১০ ইঞ্চি পর্দার এই নোটবুকটির ওজন মাত্র ১.৪৫ কেজি, ফলে সহজে বহণ করে ভ্রমণে বা চলার পথেও ব্যবহার করা যাবে এটি।

মিনি নোটবুকটিতে রয়েছে ১.৬ গিগাহার্জ গতির ইন্টেল এটম এন২৭০ প্রসেসর, ১ গিগাবাইট ডিডিআর২ র‌্যাম, ৮০ গিগাবাইট হাডডিস্ক, ওয়াই-ফাই (আই ট্রিপল ই ৮০২.১১ বি/জি) ওয়্যারলেস সংযোগ সুবিধা।

এছাড়া রয়েছে ১.৩ মেগাপিক্সেলের ওয়েবক্যাম, ৩টি ইউএসবি ২.০ পোর্ট, ব্লুটুথ ২.০, মেমোরী কার্ড রীডার, ১টি ভিজিএ পোর্ট, অডিও কন্ট্রোলার, স্টেরিও স্পিকার, মাইক্রোফোন, ১০/১০০ ল্যান কন্ট্রোলার প্রভৃতি।

বাংলাদেশে এর মূল্য ৩৮ হাজার ২০০ টাকা।

উৎস : বিডিনিউজ ২০০৮

বাংলাদেশের বাজারে ওয়াই-ফাই প্রিন্টার Z1420

lexmarkওয়াই-ফাই প্রযুক্তি আধুনিক অফিসের ধরনটাই পাল্টে দিয়েছে। প্রতিটি কম্পিউটার ইন্টারনেটে যুক্ত থাকবে তারবিহীন প্রযুক্তি ওয়াই-ফাই এর সঙ্গে। প্রিন্টারটিও যদি হতো তারবিহীন। আপনার কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন, ইথারে ভেসে ডাটা প্রিন্ট হয়ে গেলো। এই ধারনার প্রিন্টার এরই মধ্যে বাংলাদেশের বাজারে এসেছে। তারবিহীন নেটওয়ার্ক সুবিধাসহ প্রিন্টারটির নাম লেক্সমার্ক Z1420

এটি উইন্ডোজ এবং ম্যাক দুই ভার্সনেই কাজ করে। তারবিহীন নেটওয়ার্ক সেটআপ করাও বেশ সহজ। প্রিন্টারে ড্রাইভার ইনস্টল করার সঙ্গে সঙ্গেই এটি নির্দেশনা দিবে কিভাবে ওয়াই-ফাই ইনস্টল করে নেয়া যায়।
লেক্সমার্ক হাইটেক প্রযুক্তি ভার্চুয়ালি কাগজ আটকে যাওয়া হৃাস করে, এমনকি আকা-বাঁকা করে কাগজ রাখলেও আটকে যায় না।

মিনিটে ২৪ পৃষ্ঠা টেক্সট পেইজ প্রিন্ট করতে পারে এটি। ছবি প্রিন্ট করতে পারে মিনিটে ১৮ পৃষ্ঠা।
বাংলাদেশে প্রিন্টারটির আমদানীকারক কম্পিউটার সোর্স দিচ্ছে প্রতিটি প্রিন্টারে ১ বছরের বিক্রয়োত্তর সেবা। মূল্য ৭ হাজার ২ শ’ টাকা।

উৎস : বিডিনিউজ (২০০৮)