সেটা হচ্ছে আমার মুখ

এক শহরের ইমাম, পাদ্রী, আর রাবাই একবার বেরিয়েছে ঘুরতে।

ঘুরতে ঘুরতে তারা তিনজন শহরের পাশে একটা অপূর্ব নির্জন লেকের সামনে হাজির হলো। যেহেতু ধারেকাছে কেউ নেই, কিছুক্ষণ আলাপ করে তারা সিদ্ধান্তে এলো, তারা কাপড়চোপড় খুলে পানিতে নামবে।

যে-ই ভাবা সেই কাজ, একটা ঝোপের আড়ালে কাপড় খুলে রেখে তিনজনই পানিতে ঝাঁপিয়ে পড়লো।

ঘন্টাখানেক পানিতে হুটোপুটি করে, এই মুক্তির স্বাদ উপভোগ করে তিন ধর্মযাজক আবার তীরে উঠে এলো। তারা ঝোপের দিকে এগোতে যাবে, এমন সময় শহরের একদল নারীপুরুষ সেখানে এসে হাজির। কী করা উচিত, বুঝতে না পেরে ইমাম আর পাদ্রী তাদের নাভির নিচটা দুহাতে ঢেকে ফেললেন, আর রাবাই ঢাকলেন তার মুখ। তারপর তিনজনই ভোঁ দৌড় দিলেন ঝোপের আড়ালে।

লোকজন চলে যাওয়ার পর পাদ্রী আর ইমাম রাবাইকে জিজ্ঞেস করলেন, কেন তিনি তাঁদের মতো লজ্জাস্থান না ঢেকে মুখ ঢেকে ফেলেছিলেন।

রাবাই নির্বিকার মুখে বললেন, ‘আপনাদের জমায়েতে কী হয়, আমি বলতে পারবো না, কিন্তু আমার জমায়েতের লোক আমাকে যা দেখে চিনে ফেলবে, সেটা হচ্ছে আমার মুখ।’

উৎস : বিডিজোকস ২০০৮

ইন্টারকম থেকে হাতটা সরায়

প্রথম দিন ডেট সেরে বান্ধবীকে রাতের বেলা বাড়ি পৌঁছে দিতে এসেছে বাবু। দরজার পাশে দেয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে বললো সে, ‘সোনা, একটা চুমো খেতে দাও আমাকে।’

না না না!‘কী? তুমি পাগল হলে? এখানে দাঁড়িয়ে

‘আরে কেউ দেখবে না। এসো, একটা চুমো।’

‘না না, খুব ঝামেলা হবে কেউ দেখে ফেললে।’

‘আরে জলদি করে খাবো, কে দেখবে?’

‘না না, কক্ষণো এভাবে আমি চুমো খেতে পারবো না।’

‘আরে এসো তো, আমি জানি তুমিও চাইছো — খামোকা এমন করে না লক্ষ্মী!’

এমন সময় দরজা খুলে গেলো, বান্ধবীর ছোট বোন ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে। চোখ ডলতে ডলতে সে বললো, ‘আপু, বাবা বলেছে, হয় তুমি চুমো খাও, নয়তো আমি চুমো খাই, নয়তো বাবা নিজেই নিচে নেমে এসে লোকটাকে চুমো খাবে — কিন্তু তোমার বন্ধু যাতে আল্লার ওয়াস্তে ইন্টারকম থেকে হাতটা সরায়।’

উৎস : বিডিজোকস ২০০৮

কিছু জোকস নিয়ে এলাম…

‘মহীলার এ্যাপেন্ডিসাইটিসের অপারেশান’

এক মহীলা বাসে সীট না পেয়ে বলছে – ‘আমাকে যদি সীটে বসতে দেন, তাহলে আমি দেখাবো কোথায় আমার এপেন্ডিসাইটিসের অপারেশানটা হয়েছিল।’

সাথে সাথে কিছু ছেলে সীটে জায়গা করে দিল। মহিলাটি জানালার পাশে বসে আছে। এবার ছেলেটি বলছে – ‘এখন দেখাবেন কি, আপনার অপারেশানটি কোথায় হয়েছিল?’

বাসটি একটি হাসপাতালের কাছে এলেই, মহীলাটি সাথে সাথে বলে উঠলো- ‘ঐ তো, ঐখানেই হয়েছিল’।

‘স্বার্গে ক্রিকেট খেলা’

– হ্যারে, স্বর্গে কি ক্রিকেট খেলা হয়?

Read More

আমার ফটোগ্যালারী সাইট

আজ আমি আমার ফটোগ্যালারী সাইটটিকে সম্পূর্ণ পরিবর্তন করেছি। নতুন ডিজাইন, নতুন ফাংশনালিটিতে। এছাড়াও আমি আমার পারসোনাল সাইটটিকেও নতুন করে করেছি।

সাইট দুটি হলো :

http://www.alinsworld.co.nr

এখানে গিয়ে Basic পার্টটিতে ক্লিক করতে হবে। অন্যটি এখনও আপলোড করতে পারে নাই। হয়তো বা কিছুদিন পরে করবো। ভাবছি জুমলা দিয়ে করবো। আর ফটোগ্যালারী সাইটটি হলো –

http://www.photozone.co.nr

আশা করি কমেন্ট করতে ভুলবেন না।

ধন্যবাদ॥

লেখা : এডমিন (এলিন) ২০০৯

উন্মাদ ম্যাগাজিন অনলাইনে পড়তে চাইলে…

উন্মাদ ম্যাগাজিনের সাথে কম-বেশী অনেকেই পরিচিত। “প্রথম প্রথম আমি পড়তাম। এখন কিনে পড়তে ইচ্ছা করে না।” … এইরকম কথা অনেকেই বলে। যারা অনলাইনে বিনামূল্যে এই উন্মাদ ম্যাগাজিন পেতে চান তারা নিম্নের লিংক থেকে পেতে পারেন। অনেকে হয়তো বা এই লিংকটির সাথে পরিচিত থাকতে পারেন। তবে, যারা এখনও অপরিচিত, তাদের জন্য লিংকটি আমি আমার সাইটে দিয়ে দিলাম।

উন্মাদ ম্যাগাজিন পড়তে এখানে ক্লিক করুন।