অনলাইনে সরাসরি টিভি দেখার এক সুযোগ করে দিয়েছে এই সাইটটি। এছাড়াও এতে প্রযুক্তিবিষয়ক অনেক কিছুই আছে যা পড়ে অনেকেই উপকৃত হতে পারে। তবে এখনও ভালো করে আপডেট হয় নি সাইটটি।
সাইটটি হলো : www.bdweb.ucoz.com
লেখা : এলিন (২০০৯)
শুধুমাত্র ইন্টারনেট নিয়ে লেখা থাকবে।
অনলাইনে সরাসরি টিভি দেখার এক সুযোগ করে দিয়েছে এই সাইটটি। এছাড়াও এতে প্রযুক্তিবিষয়ক অনেক কিছুই আছে যা পড়ে অনেকেই উপকৃত হতে পারে। তবে এখনও ভালো করে আপডেট হয় নি সাইটটি।
সাইটটি হলো : www.bdweb.ucoz.com
লেখা : এলিন (২০০৯)
ধরুন আপনি আপনার বিদেশের প্রিয়জনের সঙ্গে ফোনে কথা বলবেন কিন্তু আপনার ব্যালান্স নেই বা আপনি তার মোবাইল নম্বরটা হারিয়ে ফেলেছেন। সেজন্য মন খারাপ করে বসে থাকার কিছু নেই। দু’জনের মোবাইলে যদি মোবাইল ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) সফটওয়্যারটি ইন্সটল করা থাকে এবং ইন্টারনেট থাকে, তবে আপনারা বিনা খরচে দেশে বা বিদেশে কথা বলতে পারবেন। ইন্টারনেট নেই কিন্তু আপনি কোন ওয়্যারলেস নেটওয়ার্কে আছেন তবে আপনার মোবাইল দিয়ে কোন অফিস বা এডুকেশন এরিয়াতে সবার সঙ্গে বিনা খরচে কথা বলতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের ছাত্র রসি কামাল সফটওয়্যারটি বানিয়েছেন। Read More
ফায়ারফক্স এর মজা টপিকটি প্রজন্ম ডট কম -এর মেহেদী ভাইয়ের পোষ্টটি থেকে পাওয়া। আমি শুধুমাত্র সম্পাদনা করেছি।
একই ফায়ারফক্সে একাধিক ফায়ারফক্স ওপেন করার জন্য নিম্নের লেখাটি এড্রেসবারে টাইপ করুন এবং এন্টার চাপুন। আবার নতুন ওপেন হওয়া ফায়ারফক্সে আবার এই কাজটি করতে হবে। এইভাবে যতবার একাধিকবার করতে হবে।
নিচের লেখাটি এড্রেসবারে টাইপ করুন :
chrome://browser/content/browser.xul
মেহেদী আকরাম ভাইয়ের মূল পোষ্টটি এখানে :
http://forum.projanmo.com/t9037.html
এইরূপ অবস্থা বন্ধ করতে শুধুমাত্র ট্যাবটি ক্লোজ করুন।
লেখা : এলিন (এডমিন) ২০০৮
সার্চ ইঞ্জিন জগতে গুগলের নাম অনন্য। একে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। যেকোন বিষয়ের উপরই অনুসন্ধান করলে গুগল হাজার হাজার ফলাফল প্রদান করে। তখন এই বিশাল তথ্যভান্ডার থেকে প্রয়োজনীয় তথ্য খুজে পাওয়াই মুশকিল হয়ে পড়ে। তবে কিছু উপায় রয়েছে যেগুলো প্রয়োগ করলে অনাকাঙ্খিত ফলাফল কমে আসবে। যেমন-
১. যে বিষয়টি সার্চ করতে হবে, প্রয়োজনে সে বিষয় সম্পর্কিত একাধিক কীওয়ার্ড ব্যবহার করুন, এতে সঠিক বিষয় খুজে সুবিধা হবে।
২. গুগল কেস সেনসিটিভ নয়। অথ্যাৎ google, Google, GoOgle ইত্যাদি একই ধরনের ফলাফল দিবে।
কিছুদিন আগে আমার চোখে একটি খুব ভালো ইসলামিক সাইট পড়লো। সাইটটি ইংরেজিতে। ইসলাম বিষয়ে অনেক কিছুই এতে আছে। আপনি অতি সহজেই অনেক বিষয় জানতে পারবেন ইসলাম রিলেটেড। এতে আছে ইসলামিক ছোট গল্প, ইসলামিক আশ্চর্যজনক অনেক ছবির কালেকশান, আল্লাহ এর নামসমূহ অর্থ সহকারে, ইসলামিক গ্রেটিংস কার্ড, কেয়ামতের আলামত অর্থাৎ কেয়ামতের পূর্বে কি কি হবে, ইসলামিক প্রশ্ন এবং উত্তরসমূহ, ইসলামিক ভিডিও, অডিও, ছড়া, কবিতা, ইসলাম এবং বিজ্ঞান এছাড়াও আরোও অনেক কিছু যা একজন মুসলমানের জন্য অতি দরকারি। এর সর্ট স্টোরিসে ইসলামিক ছোট গল্পগুলি অসাধারন। আমি এগুলো বাংলাতে অনুবাদ করে সাইটে দেবার চেষ্টা করবো। মিরাকল পিকচার অফ ইসলাম অংশে রয়েছে ইসলামিক আশ্চর্যজনক ছবির কালেকশান। এতে আছে পৃথিবীপৃষ্ঠে আল্লাহ এর নাম দেখা গেছে তার ছবি, একটি তরমুজের ভিতের আল্লাহ এর নাম ইত্যাদি।
এছাড়াও এতে আরোও অনেক কিছু আছে যা একত্রে এখানে দেয়া সম্ভব নয়। সাইটটি ভিজিট করুন।
ভিজিটের জন্য ক্লিক করুন এখানে : http://islamcan.com/
লেখা : এলিন (এডমিন) ২০০৮