নৃত্য-শক্তিকে কাজে লাগিয়ে মোবাইল ফোন চার্জ

কয়েকমাস আগে লন্ডনের অরেঞ্জ কম্পনি একটি মোবাইল চার্জার বাজারে ছেড়েছে। এই চার্জারটি শরীরের মুভমেন্টের উপর ভিত্তি করে মোবাইলকে চার্জ দেয়। ইহা বাহুতে বেঁধে রাখতে হয় এবং সেই অবস্থায় বাহুকে ঝাঁকালেই মোবাইর চার্জ হতে শুরু করবে। যেন মোবাইল চার্জ কোন ব্যাপারই না।

গত জুনের ২৪ তারিখে লন্ডনের অরেঞ্জ কম্পনি এই নতুন চার্জারটি বাজারে ছেড়েছে। এই চার্জারটির ওজন মাত্র ১৮০ গ্রাম এবং দৈর্ঘ্যে ৪.২৫ ইঞ্চি আর প্রস্থ্যে ২.৫ ইঞ্চি।

ইহা একটি এমপিথ্রী প্লেয়ারের মত যেটা দৌড়ানোর সময় অনেকে বাহুতে বেঁধে রাখে এবং গান শোনে। এই চার্জারটিকে বাহুতে বেঁধে রেখে যদি নৃত্য করা হয় তখন এটি ব্যাটারিতে একটি শক্তি সঞ্চয় করে যাকে ইংরেজিতে বলে “Dance generated power’।

এই সম্পর্কে অরেঞ্জের স্লোগান হলো, “Wave your arms in the air and charge your phone like you just don’t care.”

অরেঞ্জ এর পরেও আরেকটি নতুন চার্জার তৈরি করেছে যা এখনও বাজারে ছাড়েনি, যে চার্জারটি চার্জ দিতে আপনার নৃত্যও করতে হবে না, শুধুমাত্র বাতাস হলেই হবে। এটি বাতাসের সাহায্যে মোবাইলকে চার্জ দিতে সক্ষম। (রিপোর্টটি দেখুন)

উৎস : ইন্টারনেট ২০০৮
অনুবাদ : এলিন (এডমিন)

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *