অনেকদিন ব্যবধানে প্রথমবারের মত একটি বাংলা এ্যাপ ডেভেলপ করলাম। যা হোক। আমার ডেভেলপ করা এই বাংলা এ্যাপটির নাম ‘ভ্যাজিটেবল পাওয়ার বাংলা’। এ্যাপটি এন্ড্রয়েড ভার্সন ২.২ এ বা আপডেটেড ভার্সনে চলবে। আমি নিজে টেস্ট করে দেখেছি ২.৩.৬ জিঞ্জারব্রেড ভার্সনটিতে।
এ্যাপটি দিয়ে যে কেউ ইন্টারনেট কানেকশান ছাড়াই শাকসবজির গুনাগুণ এবং কোন সবজিতে কোন রোগ সারে সেই সম্পর্কে বাংলাতে জানতে পারবে। প্রয়োজনে তালিকা থেকে সার্চ করতেও পারবে। এ্যাপটিতে প্রতিটি শাকসবজির জন্য প্রয়োজনীয় ছবি ব্যবহার করা হয়েছে যেন কোনকিছু অজানা থাকলে বা চিনতে না পারলে ছবি দেখে বুঝে নিতে পারে।
আপাতত অল্প কিছু ডাটা যুক্ত করা হয়েছে। পরবর্তীতে আরও ডাটা যুক্ত করার ইচ্ছে রয়েছে। যদিও আমাদের আশেপাশে পাওয়া যায় এবং আমরা নিয়মিত ব্যবহার করে থাকি এমন সকল শাকসবজির তালিকা দেয়া হয়েছে।
বাংলা নিয়ে এন্ড্রয়েড ডেভেলপিং চর্চা করতে গিয়েই এই এ্যাপটি ডেভেলপ করা হয়েছে। তাই ডাটাবেজ দুর্বল। আপাতত মাত্র ৩১ টি আইটেম নিয়ে লেখা হয়েছে। আমার ইচ্ছে ছিল ৫০ টি আইটেম নিয়ে কাজ করার পর পাবলিশ করবো এ্যাপটি।
সংক্ষেপে এ্যাপটির বর্ণনা :
এ্যাপটি দিয়ে যে কেউ বাংলাতে ইন্টারনেট ছাড়াই শাকসবজির গুনাগুণ এবং তাদের রোগ সারানোর ক্ষমতা জানতে পারবে।
ফিচার :
. বাংলা ইউনিকোড সাপোর্টেড।
. সার্চিং সুবিধা।
. ইন্টারনেট কানেকশান এর প্রয়োজন হয় না।
. দ্রুত, সিম্পল এবং ছোট সাইজের (১.৬৯ মেগাবাইট)।
. অরিয়েন্টেশন সাপোর্টেড : স্মার্ট-ফোনটিতে ঘোরানে হলে এ্যাপটি তার প্রয়োজনমত নিজেকে পরিবর্তন করে নিতে সক্ষম।
. বাংলা সোলায়মানলিপি ফন্ট ব্যবহার করা হয়েছে। কোন ফোনে বাংলা ভালো করে ইনস্টল করা না থাকলেও এই এ্যাপটি ‘সোলায়মানলিপি’ বাংলা ইউনিকোড ফন্ট ব্যবহার করেই চলবে। এ্যাপটির সাথে বাংলা ফন্ট এম্বেড করে দেয়া হয়েছে।
রিকোয়ারমেন্ট :
. বাংলা ইউনিকোড সাপোর্টেড এন্ড্রয়েড স্মার্ট-ফোন।
. এন্ড্রয়েড ভার্সন ২.২ বা আপডেট।
ডাউনলোড লিংক :
ফোনে বাংলা ফন্ট ইনস্টল করা না থাকলে নিচের লিংক হতে এম্বেডেড বাংলা ফন্টসহকারে ফাইলটি ডাউনলোড করে নিন :
Click here – Vegetablepower.apk
উপরে ‘Click here – Vegetablepower.apk’ লিংক এ ক্লিক করার পর Vegetablepower.apk ফাইলটি ডাউনলোড করে নিন।
যাদের ফোনে বাংলা ইনস্টল করাই আছে এবং উপরের লিংক এ সমস্যা হচ্ছে তারা নিচের লিংক থেকে এ্যাপটি ডাউনলোড করতে পারেন :
Vegetablepower_Lite
সম্পুর্ন ফোল্ডারটিতে ডাউনলোড করতে চাইলে ড্রপবক্স এর লিংকটিতে ক্লিক করুন :
Dropbox : https://www.dropbox.com/sh/2s7anhv9jgc6f8i/AADCwIuRWiV7OYPINTJsJc8ua?dl=0
ভাইরাস ফ্রি : ইসেট স্মার্ট সিকিউরিটি দিয়ে ভাইরাস স্ক্যান করে দেখা হয়েছে।
বি.দ্র. ডাটা এন্ট্রি বরাবরই আমার কাছে একটি বোরিং কাজ মনে হয়। যদিও আমার মনে হয় ডাটা এন্ট্রির সময় ভুল হয়নি, তবুও যদিও ভুল হয়ে থাকে তাহলে আমাকে জানালে খুশি হবো।
বি.দ্র. যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন। কারণ অনেক সময় অনেক সাইটে দেখেছি ডাউনলোড লিংক দেয়া থাকে যা পরে কাজ করে না।
ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমি প্রাকটিসের জন্য করেছিলাম। আর আপডেট করা হয় নি। আমি জাস্ট নিজের খেয়ালের জন্য করি। 🙂
এলু এগিয়ে যাও …… বিলগ্রেটস তোমায় ডাকছে …………।।