বাংলা লেখার জন্য চমৎকার একটি সফ্‌টওয়্যারের নাম ‘অভ্র’

বেশ কিছুদিন আমার ব্লগ বন্ধ হয়েছিল। তাই নতুন পোষ্ট করতে পারি নাই। আবার নতুন করে ব্লগটি ঠিক করেছি। ডাটাবেজ এর ব্যাকআপ সবসম্ই রেখে দিতাম, তাই রক্ষ্যে। আমি জানতাম ফ্রী হোস্টিং এর কিছু না কিছু প্রবলেম হতেই পারে। যা হোক।

আপনি বাংলা লিখতে কোনটি ব্যবহার করেন? আমি আগে বিজয় ব্যবহার করতাম। কিন্তু এখন অভ্র ব্যবহার করি। অভ্র একটি চমৎকার সফ্টওয়্যার। এটি দ্বারা আপনি ইউনিকোডে বাংলা লিখতে পারবেন।

কোন ঝামেলা হবে না। আমি অভ্র পেয়ে দারুন উপকৃত ও অত্যান্ত খুশি হয়েছি। এই জন্যই এই পোষ্টটি করলাম।

‘অভ্র কিবোর্ড স্ট্যান্ডারড এডিশান নামের’ সফ্টওয়্যারটি ডাউনলোড করে আপনি ইনস্টল করার পর, যে কোন স্থানে বাংলা লিখতে পারবেন। আমার এই ব্লগেও বাংলায় মন্তব্য লেখার জন্য এটি ব্যবহার করতে পারেন।

avro

নিচের ইমেজটিতে ক্লিক করুন এবং ‘অভ্র’ সফ্‌টওয়্যারটি ডাউনলোড করুন :

ইমেজটি ওমি ভাইয়ের ব্লগ থেকে নেয়া হয়েছে। Read More