পৃথিবী গোল কেন
শিক্ষক : পৃথিবী কেন গোলাকার তার তিনটি কারণ বল।
ছাত্র : আমার বাবা বলেন পৃথিবী গোলাকার। আমার মাও বলেন এবং আপনিও বলেন পৃথিবী গোলাকার।
আমার ডিম
ক্রেতা : এগুলো কার ডিম?
বিক্রেতা : আমার ডিম।
ক্রেতা : আমি মনে করেছিলাম মুরগির ডিম।
ডাক্তারের সাজেশন
: ডাক্তার সাহেব, আমার ছেলে আমার কলম গিলে ফেলেছে। তাড়াতাড়ি আসুন।
: আপাতত পেন্সিল দিয়ে কাজ চালিয়ে নিন। আমি আসছি।
উৎস : কীডসবিডিনিউজ ২০০৮