এলো ৮০ গিগাবাইট হার্ডডিস্কের ই-পিসি

ASUS Eee PC 1000H.gifআসুস ব্র্যান্ডের ই পিসি পরিবারের নতুন সংযোজন ই পিসি ১০০০এইচ মডেলটি সমপ্রতি বাংলাদেশে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লি:। এর ব্যাটারীর ব্যাকআপ সর্বোচ্চ ৪.৫ ঘন্টা। ১০ ইঞ্চি পর্দার এই নোটবুকটির ওজন মাত্র ১.৪৫ কেজি, ফলে সহজে বহণ করে ভ্রমণে বা চলার পথেও ব্যবহার করা যাবে এটি।

মিনি নোটবুকটিতে রয়েছে ১.৬ গিগাহার্জ গতির ইন্টেল এটম এন২৭০ প্রসেসর, ১ গিগাবাইট ডিডিআর২ র‌্যাম, ৮০ গিগাবাইট হাডডিস্ক, ওয়াই-ফাই (আই ট্রিপল ই ৮০২.১১ বি/জি) ওয়্যারলেস সংযোগ সুবিধা।

এছাড়া রয়েছে ১.৩ মেগাপিক্সেলের ওয়েবক্যাম, ৩টি ইউএসবি ২.০ পোর্ট, ব্লুটুথ ২.০, মেমোরী কার্ড রীডার, ১টি ভিজিএ পোর্ট, অডিও কন্ট্রোলার, স্টেরিও স্পিকার, মাইক্রোফোন, ১০/১০০ ল্যান কন্ট্রোলার প্রভৃতি।

বাংলাদেশে এর মূল্য ৩৮ হাজার ২০০ টাকা।

উৎস : বিডিনিউজ ২০০৮

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.