তোমায় ফুল বলি, না চাঁদ বলি-
না- বলি চাঁদের জ্যেতি;
তুমি হলে সাগর তলের-
ঝিনুকে ভরা মতি।
তুমি হলে সুকন্ঠি-
তুমি- সুলোচনা;
তুমি-
সুকেশি, সুনেত্রা, অনন্যা।
তুমি হলে দিনের সূর্য-
রাতের চন্দ্র, তারা;
তুমি হলে শান্ত সাগর-
নীরব স্রোতধারা।
তুমি হলে ফুল-বাগানের
সর্বশ্রেষ্ঠ ফুল;
তুমি হলে পাখির ডাক-
কোকিল ও বুলবুল।
তুমি হলে শিশুর হাঁসি-
সুন্দর কল্পনা;
তুমি হলে কোন দামী পাথরে-
সুন্দর আল্পনা।
তুমি হলে আমার দেশের-
আমার বাংলাভাষা;
তুমি হলে লিওনার্দোর আঁকা –
‘মোনালিসা’।
তুমি হলে শিশুর মুখের-
আধো আধো কথা;
তুমি হলে শ্রেষ্ঠ কবির-
শ্রেষ্ঠ কবিতা।
তুমি হলে গোলাপ গাছের-
ফুঁটে থাকা ফুল;
তুমি হলে সুকুন্তলার-
সুন্দর সেই চুল।
তুমি হলে পেখোম তোলা-
রঙিন ময়ূর;
তুমি হলে শ্রেষ্ঠ গানের-
শ্রেষ্ঠতম সুর।
তুমি হলে নীশী ঘুমের-
সুন্দর স্বপন;
তুমি হলে সুনেত্রার-
সেই সুন্দর নয়ন।
তুমি হলে এ পৃথিবীর যা কিছু ভালো সবই,
তুমি হলে সবচে’ সুন্দর-
অতি পবিত্র ‘মানবী’।
লেখা : এলিন