বিচিত্র এক বাড়ি : বৃষ্টির তালে যে তাল মেলায়

এই পৃথিবী যেমন বিচিত্র তেমনি বিচিত্র এর মানুষগুলি, বিচিত্র তাদের শখ। আর

বিচিত্র বাড়ি

এই শখগুলি পূরণের জন্য তারা কত কিছুই না করে থাকে। এমনই এক উদাহরণ হিসাবে বলা যায় জার্মানির ড্রেসডেন নামক জায়গায় দাঁড়িয়ে থাকা  বাড়িটির কথা।

প্রতিটি বাড়ির বাইরেই সংযুক্ত থাকে পাইপ, যা ব্যবহৃত পানিকে সরাসরি বাড়ির বাইরের ড্রেনে পাঠিয়ে দেয়। জার্মানির এই বাড়িটির বাইরেও রয়েছে এমনই সংযুক্ত পাইপ যা অন্যান্য বাড়ির মত এই বাড়িটি থেকেও ব্যবহৃত পানি বাড়ির বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু এই বাড়িটির পাইপগুলি অন্যান্য বাড়ির মত একই রকম না, যথেষ্ট ভিন্ন যা দেখলে বুঝা যায় পৃথিবী বড়ই বিচিত্র।

এই বাড়িটি থেকে যখন পানি পাইপ বেয়ে ড্রেনে পড়ে তখনই হয় এক অদ্ভুত ব্যাপার। পাইপের সিস্টেমের জন্য সেই সময় শুরু হয় বিচিত্র মিউজিক। পাইপের ডিজাইন করা হয়েছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসের ডিজাইনে, যার ভিতর দিয়ে পানি বয়ে গেলেই মিউজিক বেজে উঠে। যখন বৃষ্টি হয় তখন এই বাড়িটি তার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস নিয়ে নেমে পড়ে এক বিচিত্র সঙ্গীতানুষ্ঠানে। হয়তোবা ‘সিঙ্গিং বার্ডগুলিও’ সেই সময় তাদের মনের খুশিতে গান গাইতে থাকে।

বিচিত্র বাড়ি

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

2 thoughts to “বিচিত্র এক বাড়ি : বৃষ্টির তালে যে তাল মেলায়”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *