“তবুও বেঁচে আছি”

প্রকৃতির নিষ্ঠুরতা গ্রাস করে নিচ্ছে

ধীরে ধীরে আমার সর্বস্ব !

গ্রাস করে নিচ্ছে সকল মায়ার বাঁধন !

সংকুচিত হয়ে পড়ছে কৌতূহলে পরিধি।

ছিনিয়ে নিচ্ছে সরলতা-মাখা সেই ছোট্ট মন;

উদ্দীপনায় ভরা হৃদয়ের কম্পন।

ধ্বংস করে দিচ্ছে দৃষ্টির সীমানা।

Read More

ফটোশপ : মানুষের স্কিনকে কোন প্রকার গঠনবিন্যাস (টেক্সচার) না নষ্ট করে নমনীয় করার পদ্ধতি

এই ফটোশপ টিউটোরিয়ালে আমি দেখাবো কি করে স্কিনকে নমনীয় করা যায় এবং কোন প্রকারের গঠনবিন্যাস নষ্ট না করেই।

ফাইনাল রেজাল্ট :

soften skin in photoshop

পদ্ধতি Read More

কথা দিয়েছিলে

কথা দিয়েছিলে –
নিয়ে যাবে দুর পর্বতের চূড়ায়।
কথা দিয়েছিলে –
নিয়ে যাবে বিশুদ্ধ সমুদ্রের বিশালতায়;
স্নান করাবে জ্যোৎস্নার মলিনতায়;
বকুলের নির্জাসে মাখাবে হৃদয়।
দুর করে দেবে সমস্ত কষ্ট, সমস্ত ভয়।
কথা দিয়েছিলে !

Read More

কৌতুক : ‘I PAID’ !!

একটি ইলেক্ট্রনিক দোকান থেকে বেড় হচ্ছে একটি পরিবার –
ছেলের হাতে একটি ‘i-PAD’;
মেয়ের হাতে একটি ‘i-POD’;
মায়ের হাতে একটি ‘i-Phone’এবং
সবশেষে বাবা বেড় হচ্ছে, তার হাতে একটি ছোট্ট কাগজের টুকরা আর তাতে লেখা – ‘I PAID !!’ …. 🙂