বিয়ের আগে চুমু

স্বামীঃ আচ্ছা বিয়ের আগে তোমাকে কেউ চুমু খেয়েছিলো?
স্ত্রীঃ একবার পিকনিকে গিয়েছিলাম | সেখানে আমাকে একা পেয়ে একটা ছেলে ছোরা বের করে বলেছিলো, যদি চুমু না খাও, তাহলে খুন করে ফেলবো |
স্বামীঃ তারপর তুমি চুমু খেতে দিলে?
স্ত্রীঃ দেখতেই পাচ্ছো, আমি এখনও বেঁচে আছি |

উৎস : বিডিজোকস

আপনার ওয়েবসাইটে গুগল গ্যাজেটস এ্যাড করুন

গ্যাজেড কি?
গ্যাজেড হলো এক ধরনের ওয়েব অবজেক্ট যা আপনি অতি সহজেই আপনার নিজের ওয়েবপেজে কপি করে এনে বসাতে পারেন। এই সকল গ্যাজেড আপনার সাইটটিকে আরো উন্নন করবে। যেমন গ্যাজেড দিয়ে আপনি আপনার সাইটে অতি সহজের ঘড়ি, ক্যালেন্ডার ইত্যাদি বসাতে পারেন। আরো পারেন ইউজারকে জানাতে তার দেশ, আবহাওয়া, শহরের নাম ইত্যাদি।

আর গুগল গ্যাজেডে আছে খুবই ভালো ভালো এবং উপকারী শত শত অবজেক্টস যা আপনার সাইটকে আরো সুন্দর ও উন্নত করতে পারে।

গুগল গ্যাজেডস এর জন্য নিচের লিংকটিতে ক্লিক করুন :
http://www.google.com/ig/directory?synd=open&source=gghx

– সাইটটিতে প্রবেশের পর যে কোন একটি গ্যাজেটে ক্লিক করুন। যেমন : Google Clock
– টাইটেল, দৈর্ঘ্য, প্রস্থ, বর্ডার, ক্লক সাইজ ইত্যাদি সেটিংস পরিবর্তন করুন (না করলেও সমস্যা নাই)।
– নিচের থেকে ‘Get the Code‘ বাটনটিতে ক্লিক করে গ্যাজেডটির কোড বেড় করুন।
– এবার কোডগুলি সম্পূর্ণ সেলেক্ট করে কপি করুন।
– সবশেষে যেখানে বসাতে চান সেই স্থানে কোডগুলি পেষ্ট করুন এবং সেইভ করুন।

দেখুন সাইটটিতে নতুন গ্যাজেডটি বসে যাবে।

লেখা : এলিন (এডমিন) ২০০৮

এলিনের ভূবনের নতুন একটি বিভাগ – অন্যান্য/Others

এলিনের ভূবনে‘ আজ নতুন একটি বিভাগ খুললাম। এখানে আমি যে সকল অতিরিক্ত বিষয় যেমন উইজেডস, গেজেডস, বিভিন্ন ধরনের গেমস, ফানী আইটেম আরো এই জাতিয় বিষয় দেয়া থাকবে। নতুন বিভাগটির (পেজটির) নাম ‘অন্যান্য/Others‘। এটিকে পাওয়া যাবে উপরের মেনুগুলোর ডানে।

এই মূহুর্তে এখানে দেয়া আছে :

১. ইউটিউবে সার্চ করুন – আপনি এর দ্বারা ইউটিউব থেকে যেকোন ভিডিও সার্চ করতে পারবেন। সার্চিং রেজাল্ট এই সাইটের এই ছোট বক্সটিটেতেই দেখতে পাবেন।


২. ওয়ার্লড ক্লক – বিশ্বের যেকোন দেশের সময় জানতে পারবেন। সর্বমোট ৫টি দেশের সময় এখানে যোগ করে রেখে দিতে পারবেন।


৩. Word of the Day – প্রতিদিন ১টি করে ইংরেজি শব্দ এবং তার অর্থ, সিনোসিমস ও ব্যবহারসহ থাকবে। যদি ফ্লাশ প্লেয়ার ইনস্টল করা থাকে তাহলে সেই ইংরেজি শব্দটির উচ্চারণও শুনতে পারবেন।


৪. প্রতি মিনিটের ছবি – এখানে প্রতি ১ মিনিট পর পর একটি করে ছবি ফ্লিকার থেকে আসবে। ফ্লিকারের বেস্ট ছবিটি আসবার চেষ্টা করবে। রেজ্যুলেশান বেশিরভাগই ভাল থাকবে।


৫. Lady Chatting Robot – এখানে আপনি ইচ্ছা করলে ‘লুলু’ নামের লেডী রবটটির সাথে চ্যাটিং করতে পারবেন। আপনি আপনার লেখা লিখে সেন্ড করলে ‘লুলু’ পরবর্তী ম্যাসেজে আপনাকে উত্তর দেবে। যেমন : ‘What is your name?’ or, ‘name’ লিখলে সে উত্তর দেবে ‘My name is Lulu.’। অবশ্যই লেখাগুলি ইংরেজিতে হতে হবে। লুলু একটি লেডী রবট যে শুধুমাত্র ইংরেজি বোঝে।
Read More

অনলাইনে ছবিকে খুব সহজেই রিসাইজ করুন

আজ নেটে বিডিজবস ঘাটতে গিয়ে দেখি যখন ছবি আপলোড করতে বলল তখন একটি লিংক পেলাম ছবিটিকে রিসাইজ করবার জন্য। রিসাইজ হলো কোন ছবিকে ভিন্ন সাইজ দেয়া। সাইটটিকে গিয়ে দেখি খুব সহজেই ছবিকে যেমন ইচ্ছা রিসাইজ করা যাচ্ছে। ইচ্ছা করলে আপনি এই সাইট থেকে ছবিকে রিসাইজ করতে পারবেন আপনার পছন্দের পিক্সেল এবং কোয়ালাটিতে। এছাড়াও আপনি আপনার ছবিটিকে এ্যাভাটরে কনভার্ট করতে পারবেন।

বামপাশের মেনু থেকে ক্রিয়েট এ্যাভাটরের মাধ্যমে আপনি এ্যাভাটর ক্রিয়েট করতে পারবেন। ঠিক তেমনি ছবিকে শুধুমাত্র রিসাইজ করতে রিসাইজে ক্লিক করুন এবং ব্রাউজ করে ছবিটিকে ধরিয়ে দিন আর কিছু সেটিংস পরিবর্তন করে (দরকার পড়লে) রিসাইজ বাটনে ক্লিক করুন। তারপর ছবিটিকে মাউসের ডান বোতামে ক্লিক করে সেইভ করুন হার্ডডিস্কে। ব্যাস শেষ।

লিংকটিতে যান :
http://www.shrinkpictures.com/

উপরের ছবিটি দেখুন।

ছবিতে ব্রাউজ বাটনে ক্লিক করে আপনার ছবিটি সেলেক্ট করে দিন। প্রয়োজনে ইমেজ এর সেটিংস পরিবর্তন করুন। রিসাইজ বাটনে ক্লিক করুন।

লেখা : এলিন (এডমিন) ২০০৮