১. নতুন একটি এমেজ তৈরি করতে হবে, কিছুটা বড় আকারের। File -> New -> Preset থেকে Default Photoshop Size -> OK
২. বাম পাশের টুলবার থেকে T চিহ্নিত বাটনে ক্লিক করে চেপে ধরে Horizontal Type Tool সেলেক্ট করতে হবে।
৩. এবার সাদা পৃষ্ঠাটিতে ক্লিক করে টাইপ করতে হবে; যেমন – ‘80’ (font : ‘arial black’; font size : 48 pt; font colour : #096a04) (দেখুন ডানে লেয়ার প্লেটে একটি টেক্সট লেয়ার তৈরী হয়েছে। যদি লেয়ার প্লেট দেখা না যায় কী-বোর্ড থেকে ‘F7’ চাপুন।)