সেদিন একটি কুইজে অংশগ্রহণ করেছিলাম। কুইজটি হয়েছিল প্রজন্ম ডট কম এর ইয়ানূর ভাইয়ের তরফ থেকে। অনলাইনে অংশগ্রহণ করেছি এবং সকল উত্তর লিখে পাঠিয়েছিলাম। হঠাৎ আজ জানতে পারলাম আমি সেই কুইজ প্রতিযোগিতাতে প্রথম হয়েছি। কোন কিছুতে প্রথম হওয়াটা কিছুটা হলেও মজার, তাই না!!
Tag: projanmo
আঙ্গুল দিয়ে প্রাণী
হাতের আমরা অনেক খেলাই দেখেছি। দেখেছি অনেক ম্যাজিক, হাতের কাজ, মারামারি ইত্যাদি। হাত দিয়ে ছায়াতে অনেক কিছু বানাতেও দেখেছি। এবার সেইরকমই কিছু জিনিষ এখানে দেয়া হলো। হাত দিয়ে তৈরী করা বিভিন্ন প্রাণী।