জোনাথন

আজ সাইট ঘাটতে ঘাটতে হঠাৎ করে একটা সাইট চোখে পড়ল। খুব ভালো ডিজাইন করা। সাইটটিতে দেখলাম আমার প্রিয় কিছু বিষয় রয়েছে। তাই আগ্রহ দেখালাম।

এটি একজন জোনাথন নামের ভিনদেশী লোকের ব্যক্তিগত সাইট। যতই দেখছিলাম খুব লোকটির প্রতি ততই আগ্রহ লাগছিল। তিনি একজন নামকরা গ্রাফিক্স এবং ওয়েব ডিজাইনার হিসাবে পরিচিত। ৭ বছর যাবত তিনি গ্রাফিক্স এবং ওয়েব ডিজাইনের সাথে জড়িত। তার করা ডিজাইন বিভিন্ন ম্যাগাজিনের কভারপেজ হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও তিনি ফ্যাশন জগতেও কাজ করেন। তিনি ওয়েব, গ্রাফিক্স এবং লোগো ডিজাইন থেকে শুরু করে ভিডিও এডিটিং সহ এক ডজন ফীল্ডে এক্সপার্ট। সাইটটি একবার দেখুন। নিচের লিংকটিতে ক্লিক করুন।
http://www.designsbyjonathan.com/

লেখা : এলিন (এডমিন) ২০০৮