বিশ্বের সর্বাধিক দেখাকৃত যে ছবিটি

উপরের ছবিটির সাথে আপনারা অবশ্যই পরিচিত। ছবিটির নাম হচ্ছে ‘Bliss’, যা উইন্ডোজ এক্সপির জন্য একটি স্ট্যান্ডার্ড মানের ওয়ালপেপার। চার্লস ও’ রেয়ার নামক একজন আমেরিকান ফটোগ্রাফার, (যিনি ন্যাশনাল জিওগ্রাফির একজন ফটোগ্রাফার) তিনি তুলেছিলেন। বিশ্বের একটি নামকরা ছবির ভিতরে একটি হিসাবে গ্রহণযোগ্য এবং সর্বাধিক দেখাকৃত একটি ছবি। অনুমান করা হয় ২০০২ (যখন ছবিটি পাবলিশ হয়) থেকে এই পর্যন্ত প্রায় ১ বিলিয়নেরও অধিকবার এই ছবিটি দেখা হয়েছে।

এক সময় এই ফটোগ্রাফার ও’রেয়ার ক্যালিফোর্নিয়ার নাপা ভ্যালি এর কাছে একটি আঙ্গুরের ক্ষেত ছিল সেখানেই ছিল। এই ছবিটি তিনি নিয়েছিলেন ১২/১২১ রোডের পাশ দিয়ে।

এই ছবিটি দেখলে মনে হয় এটা একটি ত্রিমাত্রিক ছবি যাতে কাজ করা হয়েছে। কিন্তু ও’রেয়ার প্রমাণ করে দেয় যে এটা উনার নিজের তোলা ছবি। এবং এতে কোন কাজ করা হয় নাই।

অনুবাদ : এলিন ২০১২

উৎস : Internet 

আপনার গুরুত্বপূর্ণ কোন ফাইল ইমেজে (ছবির) ভিতরে লুকিয়ে রাখুন

আপনি অনেক সময় আপনার কিছু কিছু ফাইল গোপন করে রাখেন যেমন হাইড করে বা পাসওয়ার্ড দিয়ে রাখেন। কিন্তু আরেকটি পদ্ধতি আছে ফাইল লুকিয়ে রাখার। আপনি আপনার ফাইলটি যে কোন একটি ছবির ভিতরে লুকিয়ে রাখতে পারেন।

পরে সেই ছবিটি থেকে লুকিয়ে রাখা ফাইলটি বের করতে পারবেন।

মনে করুন, আপনি‘G:/’ ড্রাইভে alin নামে একটি ফোল্ডারে Documents.doc নামে ফাইলটি লুকিয়ে রাখতে চান alin2.jpg নামক ছবিটির ভিতরে। তাহলে যা করতে হবে :
. ‘G:/’ ড্রাইভটিতে প্রবেশ করুন।
. ‘alin’ নামে ফোল্ডার রি করুন।

Read More

অনলাইনে ছবিকে খুব সহজেই রিসাইজ করুন

আজ নেটে বিডিজবস ঘাটতে গিয়ে দেখি যখন ছবি আপলোড করতে বলল তখন একটি লিংক পেলাম ছবিটিকে রিসাইজ করবার জন্য। রিসাইজ হলো কোন ছবিকে ভিন্ন সাইজ দেয়া। সাইটটিকে গিয়ে দেখি খুব সহজেই ছবিকে যেমন ইচ্ছা রিসাইজ করা যাচ্ছে। ইচ্ছা করলে আপনি এই সাইট থেকে ছবিকে রিসাইজ করতে পারবেন আপনার পছন্দের পিক্সেল এবং কোয়ালাটিতে। এছাড়াও আপনি আপনার ছবিটিকে এ্যাভাটরে কনভার্ট করতে পারবেন।

বামপাশের মেনু থেকে ক্রিয়েট এ্যাভাটরের মাধ্যমে আপনি এ্যাভাটর ক্রিয়েট করতে পারবেন। ঠিক তেমনি ছবিকে শুধুমাত্র রিসাইজ করতে রিসাইজে ক্লিক করুন এবং ব্রাউজ করে ছবিটিকে ধরিয়ে দিন আর কিছু সেটিংস পরিবর্তন করে (দরকার পড়লে) রিসাইজ বাটনে ক্লিক করুন। তারপর ছবিটিকে মাউসের ডান বোতামে ক্লিক করে সেইভ করুন হার্ডডিস্কে। ব্যাস শেষ।

লিংকটিতে যান :
http://www.shrinkpictures.com/

উপরের ছবিটি দেখুন।

ছবিতে ব্রাউজ বাটনে ক্লিক করে আপনার ছবিটি সেলেক্ট করে দিন। প্রয়োজনে ইমেজ এর সেটিংস পরিবর্তন করুন। রিসাইজ বাটনে ক্লিক করুন।

লেখা : এলিন (এডমিন) ২০০৮

Wife : অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ

আজ আমি নেট ঘাটছিলাম। হঠাৎ করে কিছু ইমেজ পেলাম। কোন সাইট থেকে পেয়েছি ঠিক খেয়াল না। সে সময় শুধু ইমেজগুলি সংরক্ষণ করে রেখেছিলাম, ভালো লেগেছিল তাই। এখন মনে হলো শেয়ার করি।

অতীতের স্ত্রীলোক :

বর্তামানের স্ত্রীলোক :

ভবিষ্যতের স্ত্রীলোক :

উৎস : ইন্টারনেট ২০০৮

‘প্রজন্ম ডট কম’ এর সাথে ভালোলাগা কিছু মূহুর্ত…

‘প্রজন্ম ডট কম’ বাংলাতে প্রথম ফোরাম সাইট। বাঙ্গালীদের জন্য, বিশেষ করে প্রবাসী বাঙ্গালীদের খুবই পছন্দের সাইট এটি। এই সাইটের মাধ্যমে বাঙ্গালীরা বিশ্বের যে কোন স্থান থেকেই একে অপরের সাথে যোগাযোগ করে যেতে পারছে; পারছে তারা তাদের মনের মত করে নিজ ভাষায় শব্দ আদান-প্রদান করতে।
গত ১৮ই জুলাই ছিল ‘প্রজন্ম ডট কম’ এর পুনর্মিলনী। প্রায় অনেক সদস্যই উপস্থিত ছিল। আমি সেইদিন অসুস্থ ছিলাম, তবুও গিয়েছিলাম আমার বন্ধু মাসুম, মিশু, শহিদ, রুম্মান এর সাথে। তারা সবাই এর সদস্য। খুব ভালো লেগেছিল সেদিন।
সেই মূহুর্তের কিছু ছবি আমার বন্ধু ‘মাসুম‘ এর ‘ফ্লিকারে’ আছে। আমি সেটার লিংক দিলাম। ক্লিক করুন!!