সর্বক্ষণ হাসতে থাকা একটি ছেলে

ছেলেটি একটি দুর্লভ ব্যাধিতে আক্রান্ত। যার কারণে তার হাটতে এবং কথা বলতে কষ্ট হয়। কিন্তু সে সব সময় খুশি থাকে। কারণ সে তার হাসি থামাতে পারে না। আর এটাই এর রোগ।

ছেলেটি ওয়াইল্টশায়ার এর ডেভিজেস নামক অঞ্চল বাস করে, নাম ‘ওল্লী প্যাথেরিক’। সে জন্ম থেকেই এ্যাঞ্জেলমেন সিনড্রোমে (ক্রোমোজন ডিসঅর্ডার) আক্রান্ত। এর ফলে সে অনেক ধরনের জটিলতায় ভুগছে। এবং তার মুখটি সর্বক্ষণ এমনভাবে থাকে যেন সে হাসছে। সহজেই সে উত্তেজিত হয়ে পরে। সে খুবই শান্ত প্রকৃতির ছেলে।

ওল্লী ও তার মা
ওল্লী ও তার মা

এমন কেইস লন্ডনে অনেক কম দেখা যায়। প্রায় ১০০০ এর ও কম কেইস এমনটি দেখা গিয়েছে সেখানে। তার মা ‘ক্যাম্পবেল’ অনেক চেষ্টা করেন তাকে সুস্থ করে তোলার জন্য। কোন ডাক্তারই তা ঠিক করতে পারেনি। ক্যাম্পবেল অনলাইনেও এই রোগ নিয়ে অনেক পড়াশোনা করে যাচ্ছে। কিন্তু এখনও কোন উপায় বেড় করতে পারিনি। ক্যাম্পবেল এমন অনেক মা’য়েদের সাথে যোগাযোগ করেছেন যাদের সন্তানরাও এই এ্যাঞ্জেলমেন রোগে আক্রান্ত। তিনি তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন, যদি কিছু করা যায়। তিনি তার ছেলেকে নিয়ে খুবই চিন্তিত এবং সব সময় কষ্টে থাকেন। তিনি বলেন তিনি তার ছেলের ভবিষ্যৎ নিয়ে তেমন চিন্তিত নন। তিনি সবসময় ভাবেন কি করে বুঝবেন তার ছেলে কখন কষ্টে থাকে। ছেলে প্রকৃত অনুভূতি বুঝবেন কি করে এটাই তার কষ্ট। Read More

বয় থেকে বিউটিকুইন !!

বিউটি কুইন’ প্রতিযোগিতা যেখানে মেয়েরাই কেবল অংশগ্রহণ করতে পারে, সেখানে অংশগ্রহণ করেছিল ২১ বছরের এক ছেলে, ‘ড্যানিয়েল’। আশ্চর্য বিষয় হচ্ছে ডেনি যে ছেলে সেটা কেউ বুঝতে পারেনি। তাই তো তাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেয়া হয়েছিল। তার চেহারা সুন্দর এক মেয়ের থেকে কোন অংশে কম ছিল না। এছাড়াও তার ছিল মেয়ে-সুলভ আচরণ, ঠোট নাড়ানো এবং অভিমান করার ধরন। যার কারণে যে কারও পক্ষে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে ডেনি একজন ছেলে। ওয়েলস এর বেরি নামক এক শহর থেকে ডেনি এসেছিল লন্ডনের সেই ‘বিউটি কুইন ২০১৩’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে।

Boy to beauty queen
ড্যানিয়েল

লেখা : এলিন ২০১৩

ছোট্ট একটি ছেলের কন্ঠে পবিত্র কোরআন পাঠ

আসলেই খুবই অদ্ভুদ সেই কন্ঠ। আমি নেট ঘাটতে গিয়ে আজ পেলাম। দারুন লেগেছিল। আগে কখনও এমনভাবে কাউকে কোরআন তোলাওয়াত করতে শুনিনি। আজ এই ছোট ছেলেটির কন্ঠে কোরআন তেলোয়াতটি শুনলাম একটি ইসলামিক সাইট থেকে। তেলোয়াতটি আমি বেশ কয়েকবার রিপিট করে করে শুনেছি। সূরা ‘ইয়াসিন’। আপনিও শুনুন, নিশ্চয়ই ভালো লাগবে।

ছেলেটির নাম ‘হাসান বিন আব্দুল্লাহ্ আল আওয়াদ‘। তার কাঁপা কাঁপা কন্ঠে কোরআন তেলোয়াত শুনলে আপনার নিশ্চয়ই কান্না পাবে। প্লিজ শুনুন একবার। Read More