উইন্ডোজের একাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে!

উইন্ডোজের একাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে উইন্ডোজ ওপেন করে কাজ করা সম্ভব। কম্পিউটার অন করার পর যখন উইন্ডোজ একাউন্ট পাসওয়ার্ড চাইবে তখন Ctrl+Alt চেপে ধরে Delete বাটনে দু’বার চাপ দিন। দেখবেন নতুন একটি উইন্ডো আসবে আর সেটিতে User nameAdministrator লিখে Ok ক্লিক করুন। দেখবেন উইন্ডোজ ওপেন হবে।

লক্ষণীয় : যারা উন্ডোজ ইনস্টল দেবার সময় ‘এডমিন’ পাসওয়ার্ড দিয়েছেন, তাদের বেলাতে হয়তো বা এই পদ্ধতি কাজ করবে না। তারা এডমিনের যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিতে হবে। তাহলেই কম্পিউটার ওপেন হবে।

উৎস : যুগান্তর ২০০৮
সম্পাদনা : এলিন (এডমিন)

জেনে নিন

ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসিও প্রতিষ্ঠিত হয় ১৯৪৬ সালে। প্রতিষ্ঠাতা ছিলেন টাডাও ক্যাসিও। এর প্রথম পণ্য ছিল একটি বিশেষ অংশটি যা দিয়ে সিগারেট আটকে রাখা যেত।

উৎস : যুগান্তর ২০০৮

 

আঙ্গুল দিয়ে প্রাণী

হাতের আমরা অনেক খেলাই দেখেছি। দেখেছি অনেক ম্যাজিক, হাতের কাজ, মারামারি ইত্যাদি। হাত দিয়ে ছায়াতে অনেক কিছু বানাতেও দেখেছি। এবার সেইরকমই কিছু জিনিষ এখানে দেয়া হলো। হাত দিয়ে তৈরী করা বিভিন্ন প্রাণী।

Finger Art

Read More