Photoshop CC : টাইপ করার সময় স্ক্রিন কালো হয়ে যাওয়া সমস্যাটির সমাধান

এডোবি ফটোশপ সিসি ভার্সনে কিছু কিছু পিসিতে টাইপ টুল নিয়ে কাজ করার সময় সম্পূর্ন স্ক্রিন কালো হয়ে যায়। এতে করে লেখা হয় ঠিকই কিন্তু লেখার সময় কিছুই দেখা যায় না কি লিখছি। একে Black Screen Problem বলে। এটা হয় গ্রাফিক্স কার্ড বা ভিডিও কার্ড এর ড্রাইভার আপডেট না থাকলে বা ভালো মত সাপোর্ট না করে থাকলে।

এই সমস্যার সমাধান নেটে খুঁজতে খুঁজতে শেষে আমাদের ‘প্রযুক্তিটিম’ এর ‘হাসান ভাই’ এর কাছ থেকে সমাধানটি পেয়ে গেলাম।

১. ফটোশপ সিসি ওপেন করুন।

২.  এইবার Edit মেনু থেকে > Preferences এ গিয়ে > Performance এ ক্লিক করুন।

৩. এখন Graphics Processor Settings থেকে use graphics processor এর অধীনে Advance Settings নামে একটি বাটন পাবেন সেখানে ক্লিক করুন এবং Drawing Mode থেকে Basic করে দিয়ে OK বাটনে ক্লিক করুন।
৪.    আবারও OK বাটনে ক্লিক করুন।
৫.    Adobe Photoshop CC রিস্টার্ট করুন (ফটোশপ বন্ধ করে আবার চালু করুন)।
৬.    দেখুন লেখা কেমন হয়। যদি এক্ষেত্রে কাজ না হয় তাহলে উপরের সব কাজ আবার করুন, শুধুমাত্র ৩ নম্বর ধাপে Graphics Processor এর থেকে টিক চিহ্ন তুলে ফেলুন এবং OK করে বেরিয়ে এসে আবার ফটোশপ রিস্টার্ট করুন।

লেখা : এলিন (২৩/০২/২০১৪)

(ধন্যবাদ ‘হাসান যুবায়ের ভাই’ কে।)

VLC Player এর কিছু ভিন্ন কাজ

আমরা অনেকেই VLC Player ব্যবহার করে থাকি। অডিও, ভিডিও মিউজিক, মুভি, গান ইত্যাদি প্লে করতে অনেকেই কমবেশি এই ‘VLC Player’ ব্যবহার করে থাকি। এতে প্রায় সব মিডিয়া ফরম্যাট এর ফাইল খুবই সহজে ও দ্রুত চালু করা সম্ভব। আর এই গুনটির জন্যই এর জনপ্রিয়তা বেড়েছে।

কিন্তু আমরা অনেকেই জানিনা যে এটি কেবল একটি মিডিয়া প্লেয়ারই নয়, একে দিয়ে আরও কিছু কাজ করানো যায়। যেমন : মিডিয়া vlc-desktop-windowফাইলগুলোকে কনভার্ট করা যায়, ইন্টারনেট থেকে কোন লিংক নিয়ে কোন অডিও বা ভিডিও প্লে করা যায়, ডেস্কটপ এর সকল কাজকর্মকে ইচ্ছে হলেই ভিডিও আকারে রেকর্ড করে রাখা যায়, ওয়েব ব্রাউজারের প্লেয়ার হিসাবে ব্যবহার করা যায়, ইউটিউব ভিডিও প্লে করা যায়, পোডকাস্ট হিসাবে সাবস্ক্রাইব করা যায় যেন ইন্টারনেট থেকে রেডিও বা কোন ভিডিও চ্যানেল এর আপডেট শোনা বা দেখা যায়, ইন্টারনেট রেডিও ব্যবহার করা যায়, ভিডিও এবং অডিওতে ইচ্ছে মত ইফেক্ট ব্যবহার করে প্লে করা যায়, আসকি প্লেব্যাক অপশন রয়েছে যার ফলে কোন ভিডিওকে আসকি মোডে প্লে করানো যায়, কোন ভিডিওকে ডেস্কটপের ওয়ালপেপার হিসাবে ব্যবহার করা যায় যা ফলে সম্পূর্ণ ডেস্কটপ জুরেই ভিডিওটি প্লে হবে এছাড়াও আরও অনেক ধরনের কাজ এই সফটওয়্যারটি ব্যবহার করে করা যায়।

আমি সেখান থেকে কয়েকটি প্রয়োজনীয় বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করবো। Read More