উইন্ডোজের টাস্কবারের ঘড়ির ডানে নিজের নাম বসাবেন কিভাবে?

উইন্ডোসের টাস্কবারের ডানে ঘড়ির পাশে AM বা PM লেখা থাকে। সেখানে কিভাবে নিজের নাম বসাবেন(!) টাস্কবারটি আগে দেখুন :

টাস্কবারে ঘড়ির পাশে নাম লিখতে যা করতে হবে :
১. Start এ ক্লিক করুন –> Settings এ ক্লিক করুন –> Control Panel এ যান।
২. এবার Regional and Language Options এ ডাবল ক্লিক করুন।
৩. এবার Regional Options ট্যাবটিতে যান।
৪. Customize… এ ক্লিক করুন –> Time এ যান।
৫. এবার AM symbol এবং PM symbol এ এর ঘরগুলিতে ক্লিক করে নিজের নাম লিখুন।
৬. Apply তে ক্লিক করুন তারপর OK বাটনে ক্লিক করুন।
৭. আবার একইভাবে Apply তে ক্লিক করুন তারপর OK বাটনে ক্লিক করুন।
ব্যাস!!
দেখুন টাস্কবারটি :

লেখা : এলিন (এডমিন) ২০০৮
সূত্র : ইন্টারনেট

কিছু সময় পর পর পিসি শাটডাউন হতে থাকলে কি করবেন

অনেক সময় দেখবেন পিসি আপনা আপনি শাটডাউন হতে চায়। তখন সেটাকে শাটডাউন হতে দিতেই হয়। কিছুই করার থাকে না। শাটডাউন বার্তা আসে :

এর থেকে পরিত্রান পেতে যা করতে হবে :
. Start –> Run যান।
. টাইপ করুন shutdown-a এবং এন্টার বোতামে চাপ দিন।

ব্যাস!!

লেখা : এলিন (এডমিন)
সূত্র : ইন্টারনেট ২০০৮

নোটপ্যাড নিয়ে মজা

নোটপ্যাড দিয়েও অনেক কিছু করা যায়। আমি কিছুদিন আগে একটি ট্রিকস শিখলাম। শেয়ার করতে মন চাইল। দেখুন তাহলে।

. Notepad ওপেন করুন।
. টাইপ করুন অথবা কপি করে পেস্ট করুন নিচের লেখাগুলি :
@echo off
cls
color 6
echo “VIRUS DETECTED!!! VIRUS DETECTED!!!”
pause
color 5
echo “VIRUS DETECTED!!! VIRUS DETECTED!!!”
pause
:1
color 4
dir/s
goto 1

. এবার ফাইলটি সংরক্ষন করুন ‘Fun.bat’ নামে।
. ডাবল ক্লিক করে দেখুন মজাটি। এটি দিয়ে আপনি আপনার বন্ধুকেও ভয় দেখাতে পারবেন।

এতে আপনার কোন ক্ষতি হবে না। তবে ফাইলটির কোডগুলি পরিবর্তন করে পরিক্ষা করতে গিয়ে কোন সমস্যা হলে আমি দায়ি থাকবো না।

লেখা : এলিন (এডমিন)

সূত্র : অমিত সাঁতর।

ডকুমেন্টকে পিডিএফে কনভার্ট করুন গুগল গ্যাজেডের মাধ্যমে

গুগল গ্যাজেডের মাধ্যমে ডকুমেন্ট ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করা যাবে। গুগল গ্যাজেডটির নাম হলো ‘Document to PDF‘। এর দ্বারা কনভার্ট করা পিডিএফ ফাইলটি আপনার ইমেইলে চলে আসবে।

নিচের লিংকটিতে প্রবেশ করুন :
Document to PDF

ব্রাউজ বাটনে ক্লিক করে ‘ডকুমেন্ট ফাইলটি’ ধরিয়ে দিন। ইমেইলের ঘরে আপনার ইমেইল টাইপ করে ‘কনভার্ট এন্ড সেন্ড‘ বাটনটিতে ক্লিক করুন। পরবর্তি স্ত্রীনে দেখবেন প্রসেসিং ম্যাসেজ :

প্রসেসিং শেষে আপনার ইমেইল চেক করুন এবং কনভার্টেড পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন।

লেখা : এলিন (এডমিন) ২০০৮