গেমসের আকর্ষণীয় ১০ চরিত্র

কম্পিউটার আর ভিডিও গেমসের বিভিন্ন চরিত্র জনপ্রিয় হয়ে ওঠে। চেহারা, স্টাইল, সৌন্দর্য, ব্যক্তিত্বের কারণে অনেক সময় এসব চরিত্র বাস্তব দুনিয়ার তারকাদের মতোই পায় জনপ্রিয়তা। আকর্ষণীয় ও আবেদনময় সেরা ১০ গেমস চরিত্র নির্বাচন করেছে অস্ট্রেলিয়ার নিউজ ডট কম। সে তালিকা তুলে ধরেছেন রোকেয়া রহমান

জিল ভ্যালেন্টাইন, রেসিডেন্ট এভিল
রেসিডেন্ট এভিল সিরিজ গেমসের সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোর একটি হচ্ছে জিল ভ্যালেন্টাইন। সোস্যাল ট্যাকটিকস অ্যান্ড রেসকিউ সার্ভিসের (স্টারস) সাবেক গোয়েন্দা জিল অনেকের কাছে একটি আকর্ষণীয় চরিত্র। নীল রঙের পোশাক পরে অস্ত্র হাতে ধরা জিল যখন শত্রুকে কাবু করার জন্য অভিযানে নামে, তখন সত্যি অপূর্ব দেখায় তাকে। তার ডেস্কে থাকা তরুণের ছবিটি কার তা নিয়ে দর্শকের রয়েছে দারুণ কৌতূহল। গেমটিতে কখনো উল্লেখ করা হয়নি যে ছবির তরুণের সঙ্গে জিলের প্রেমের সম্পর্ক আছে কি না।

ভিজিট করুন : Jill Valentine

Read More

কম্পিউটার গেমস : “সীমান্তে সংঘাত”

টোটাল ওভারডোজ: এ গানস্লিংগারস টেল ইন মেক্সিকো

ক্ষমতা হাতে পেলে অনেকেই তার ভূল ব্যবহার করে, ফলে কাউকে ক্ষমতা দেওয়ার আগে চিন্তা করা উচিত, লোকটি ক্ষমতা নিয়ে কী করবে৷ সে কি কোনো শুভকাজে ক্ষমতার ব্যবহার করবে? নাকি সে ক্ষমতা খাটিয়ে মানুষের অনিষ্ট করবে৷ যেমন হয়ে দাঁড়িয়েছে টোটাল ওভারডোজ: এ গানস্লিংগারস টেল ইন মেক্সিকো গেমে৷ মেক্সিকোর একিট শহরকে ঘিরে এগিয়েছে গেমের কাহিনীর প্রেক্ষাপট৷ মাফিয়া দলের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে স্থানীয় ডিস্ট্রিক্ট অ্যাটর্নি তাঁর সহকারীকে দায়িত্ব দেন মাফিয়া দলকে ধ্বংস করার জন্য৷ পরবর্তী সময়ে পরিচিত মানুষের বিশ্বাসঘাতকতার কারণে তিনি ধরা পড়ে জান নিয়ে পালাতে সক্ষম হন৷ কিন্তু পালানোর সময় মাফিয়া দলের সাথে বন্দুকযুদ্ধে আহত হন তিনি৷ ফলে তিনি দায়িত্ব হস্তান্তর করেন তাঁর যমজ ভাই রোমিরো ক্রুজকে৷ রোমিরোরও তাঁর যমজ ভাইয়ের হয়ে দায়িত্ব পালন করার চেয়ে মাফিয়া দলের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশের গুরুত্ব অনেক বেশি৷ একটা সময় তাঁদের বাবা মাফিয়ার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মারা যান৷ কাজেই তাঁদের কাছে বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার গুরুত্ব অনেক বেশি৷ এ কারেণ তাঁদের মূল উদ্দেশ্য হচ্ছে, মাফিয়া ডনদের ধ্বংস করা৷ ক্ষমতাধর মাফিয়া ডন, ড্রাগ ডিলার প্রভৄতির বিরুদ্ধে তাঁর এই অসীম সাহসী লড়াই নিয়েই তৈরি করা হয়েছে এই গেমটি৷ গেমে সম্পূর্ণরূপে ওয়েষ্টার্ন ধাঁচের গানফাইট খেলতে হবে গেমারকে৷ তবে এর মধ্যেও থাকবে গাড়ি নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া, রাতের অন্ধকারে রাইফেল নিয়ে শত্রুদের আক্রমণ করা৷ ফলে সব মিলিয়ে বেশ নজর দিয়ে খেলতে হবে গেমারকে৷ গেমটির সাউন্ড এবং গ্রাফিক্স কোয়ালিটি ভালো, যা আপনাকে খেলাটি এগিয়ে নিয়ে যেতে উৎসাহ জোগাবে৷

যা যা প্রয়োজন :
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ২০০০, এক্সপি, এমই
প্রসেসর: পেন্টিয়াম থ্রি ৭৫০ মেগাহার্টজ
ভিডিওকার্ড: এসভিজিএ
সিডি-রম ড্রাইভ: ১৬ এক্স
র‌্যাম : ১২৮ মেগাবাইট র‌্যাম।

এই গেমসটির নিজস্ব ওয়েবসাইটটি হলো : http://totaloverdose.com/
ওয়েবসাইটি বেশ সুন্দর। ভিজিট করেই দেখুন।

উৎস : প্রথম আলো ২০০৮
সম্পাদনা : এলিন (এডমিন)

সময়ের সেরা গেইম কালেকশন (আপডেটেড)

সমপ্রতি শেষ হলো ভিডিও গেম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ট্রেড শো ‘ই-থ্রি'[। আর এই শো’তে যে গেইমগুলো ঝড় তুলেছে সেগুলোর অনেকগুলোই হয়তো আপনার সংগ্রহে নেই। সেগুলো সংগ্রহ করার এটাই সময়! এরকম কিছু গেমের মধ্যে রয়েছে- গ্রান্ড থেফ্‌ট অটো ৪, লস্ট ওডেসি এবং অবশ্যই প্রফেসর লেটন অ্যান্ড দ্য কিউরিয়াস ভিলেজ। আসুন তাহলে দেখি, কী আছে এখন পর্যন্ত এ বছরের সেরা এই গেইমগুলোতে।

গ্রান্ড থেফ্‌ট অটো ফোর
হ্যাঁ, বিখ্যাত গেম জিটিএ-র এই সর্বশেষ সংস্করণেও এর গল্প বলার সেই অনন্য ভঙ্গিটি থাকছে। তবে অপরাধী জীবন যাপন বোধহয় এর আগে এতটা মজার GrandTheftAuto.gifছিল না, যতটা আছে এই গেমে। এটি সম্ভব হয়েছে এই গেমে আগের চাইতে অনেক বেশি শ্বাসরুদ্ধকর অভিযান এবং নষ্ট পঁচা শহরের একেবারে পুঙ্ক্ষানুপুঙ্খ দৃশ্যায়ন সংযোজনের কারণে।

তবে শুরুতেই বলে নেওয়া ভালো, গ্রান্ড থেফ্‌ট অটো ৪ কিন’ বাচ্চাদের জন্য নয় মোটেই। এতে আছে রক্তের হোলি খেলা, কিছুটা নগ্নতা এবং প্রায় অবিরাম অশ্রাব্য ভাষা। এবং অবশ্যই এটি দারুণ বিনোদনমূলক!

এই গেমের কাহিনী নির্মিত হয়েছে নিকো বেলিচ নামের এক পূর্ব ইউরোপিয়ানকে কেন্দ্র করে। বেলিচ সদ্য আমেরিকায় আগমন করেছে। সে লিবার্টি সিটি (দেখতে প্রায় হুবহু নিউইয়র্ক সিটির মতো!) তে পদার্পণ করার পর তাকে অভিনন্দন জানায় তার কাজিন রোমান। রোমান প্রায় দশ বছর ধরে আমেরিকায় থাকে।

Read More

উইন্ডোজের একাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে!

উইন্ডোজের একাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে উইন্ডোজ ওপেন করে কাজ করা সম্ভব। কম্পিউটার অন করার পর যখন উইন্ডোজ একাউন্ট পাসওয়ার্ড চাইবে তখন Ctrl+Alt চেপে ধরে Delete বাটনে দু’বার চাপ দিন। দেখবেন নতুন একটি উইন্ডো আসবে আর সেটিতে User nameAdministrator লিখে Ok ক্লিক করুন। দেখবেন উইন্ডোজ ওপেন হবে।

লক্ষণীয় : যারা উন্ডোজ ইনস্টল দেবার সময় ‘এডমিন’ পাসওয়ার্ড দিয়েছেন, তাদের বেলাতে হয়তো বা এই পদ্ধতি কাজ করবে না। তারা এডমিনের যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিতে হবে। তাহলেই কম্পিউটার ওপেন হবে।

উৎস : যুগান্তর ২০০৮
সম্পাদনা : এলিন (এডমিন)

নির্দিষ্ট সময়ে গান শোনাবে কম্পিউটার

সময় হলেই আপনার পছন্দের গানটি শোনাবে আপনার কম্পিউটার। আর তা করার জন্য টাস্ক সিডিউলে যোগ করতে হবে পছন্দের গান। আর এ কাজটি করতে হলে প্রথমে অপারেটিং সিস্টেমের Start মেন্যুর Programs-এর Accessories থেকে System tools-এ গিয়ে Scheduled task -এ ক্লিক করুন। তারপর Add scheduled task আইকনে দু’বার ক্লিক করুন। এরপর Next -এ ক্লিক করে Application-এ গান বাজানোর উপযোগী যে কোন সফটওয়্যার নির্বাচন করে Next বাটনে ক্লিক করুন। এরপর গান শোনার সময় দৈনিক বা সাপ্তাহিক সিলেক্ট করে Next-এ চাপুন। তারপর নির্দিষ্ট সময় লিখে Finish বাটনে ক্লিক করলেই কাজ হয়ে যাবে।

উৎস : যুগান্তর ২০০৮