“আমি ও আমার নিঃসঙ্গতা”

জানি না কি চাই!
অশান্তি? নাকি শান্তির জীবন?
পরম সুখ? নাকি নির্জন মরন?
জানি না কিসে এতো অস্থীরতা!
কার জন্য গুনে যাই হাজার প্রহর!
জেগে জেগে পার করি সমস্ত নিশী-
কেন মিছিমিছি!
আমি জানি না।
শুধু জানি, আমি বেঁচে আছি।
শুধুই থাকি এক অজানা ঘোরে,
নিশ্চুপে আসে যায় স্মৃতি অগোচরে,
নিদারুন খেলে যায় চঞ্চলতা।
বসে বসে দেখি আমি ও

… আমার নিঃসঙ্গতা!

 

লেখা :  এলিন ( মার্চ-১৩-২০১০ )

থ্রীডি স্টুডিও ম্যাক্সে আমার একটি কাজ

shaheedminar_by-alin-2

বেশ কিছুদিন যাবত আমি থ্রীডি স্টুডিও ম্যাক্স প্রাকটিস করছি। তবে আমার পিসি তেমন আপডেট নয় তাই এইসব কাজ ভালো হয় না। যথেষ্ট সময় লাগে আউটপুট পেতে এবং পারফেক্ট ইফেক্টও আসে না। তবুও চেষ্টা করছি। পরে পিসিটি আপডেট করবো। কাল রাতে থ্রীডি স্টুডিও ম্যাক্সে একটি কাজ করেছি। কাজটি শেয়ার করতে মন চাইল, তাই দিলাম। Read More

এলিনের ভূবনে লাইভ চ্যাট!!

এই সাইটটিতে একটি নতুন বিষয় যোগ করা হয়েছে। এখন থেকে আপনি এডমিনের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন; যাকে ‘লাইভ চ্যাট’ বলে। যখনই এডমিন অনলাইনে থাকবেন, তখনই আপনি এই কাজটি করতে পারবেন। এই জন্য আপনার ইয়াহু ম্যাসেঞ্জার লগইন করার দরকার হবে না। শুধুমাত্র সাইটে দেয়া ‘Chat/চ্যাটিং’ পেজটিতে ঢুকতে হবে!!
এবার ‘Nickname’ এ ক্লিক করে একটি নাম দিয়ে চ্যাটিং করতে পারবেন। ধন্যবাদ!!

লেখা : এলিন (এডমিন) ২০০৮

“আমার এক বন্ধু প্রয়োজন”

আমার এক বন্ধু প্রয়োজন,
যে বাসবে ভালো হৃদয় দিয়ে-
বুঝবে আমার মন।
আমার এক বন্ধু প্রয়োজন॥

আমার এক বন্ধু প্রয়োজন,
যে হৃদয় মাঝে চুপটি করে-
খেলবে সারাক্ষণ।
আমার এক বন্ধু প্রয়োজন॥

যে দেখবে আমায় সেই নয়নে-
যাকে বাসবো আমি ভালো,
যে হৃদয় মাঝে জ্বালিয়ে দিবে-
ভালোবাসার আলো।

আমার এক বন্ধু প্রয়োজন,
যে বলবে কথা কানে-কানে-
সরলতার সুরে,
যে থাকবে আমার অনুভবে-
পুরো হৃদয় জুড়ে।

 

লেখা : এলিন (এডমিন)

মানবী (কবিতা)

তোমায় ফুল বলি, না চাঁদ বলি-
না- বলি চাঁদের জ্যেতি;
তুমি হলে সাগর তলের-
ঝিনুকে ভরা মতি।
তুমি হলে সুকন্ঠি-
তুমি- সুলোচনা;
তুমি-
সুকেশি, সুনেত্রা, অনন্যা।
তুমি হলে দিনের সূর্য-
রাতের চন্দ্র, তারা;
তুমি হলে শান্ত সাগর-
নীরব স্রোতধারা।

Read More