Recycle Bin এর নাম পরিবর্তন করা

আপনি ইচ্ছে করলেই Recycle Bin এর নাম পরিবর্তন করতে পারেন।

১. প্রথমে ক্লিক করুন Start button -> তারপর Run এ ক্লিক করুন।
২. টাইপ regedit.exe এবং এন্টার বাটনে ক্লিক করুন। ( regedit editor ওপেন হবে )
৩. regedit editor এ আপনাকে ওপেন করতে হবে HKEY_CLASSES_ROOT folder -> তারপর ক্লিক করুন CLSID -> ওপেন করুন {645FF040-5081-101B-9F08-00AA002F954E} -> এবার ShellFolder এ ক্লিক করুন।
৪. এবার data value তে যেটাতে “40 01 00 20” রয়েছে সেটা পরিবর্তন করে “70 01 00 20” করতে হবে।

এবার পিসিটি একবার restart করতে হবে। পুনরায় পিসিটি চালু হলে Recycle Bin এ মাউসের ডান বোতাম চাপলেই rename অপশন খুঁজে পাবেন। যে কোন নামে রিসাইকেল বিনটি পরিবর্তন করুন।

উৎস : কম্পিউটার ফ্রী টিপস
অনুবাদ : এলিন (এডমিন) ২০০৮

শাটডাউন বাটন হাইড/আনহাইড করা

আপনি ইচ্ছা করলে শাটডাউন বাটনটি হাইড করতে পারেন। এজন্য আপনাকে যা করতে হবে :

১. অবশ্যই আপনাকে এডমিন হয়ে পিসিটি লগইন করতে হবে।
২. ক্লিক করুন Start button তারপর Run এ ক্লিক করুন এবার টাইপ করুন regedit এবং Enter করুন।
৩. HKEY_CURRENT_USER এ ক্লিক করুন -> Software এ যান -> Microsoft এ ক্লিক করু -> Windows বাছাই করুন -> এবার CurrentVersion এ ক্লিক করুন তারপর Policies তে ক্লিক করুন -> Explorer এ যান।
৪. এবার ডানপাশের প্যানেল হতে মাউসের ডান বোতামে ক্লিক করুন।
৫. new তে ক্লিক করুন -> এরপর DWORD value কে ক্লিক করুন এবং নাম দেবার জন্য NoClose লিখুন।
৬. এখন ‘NoClose‘ এ ডাবল ক্লিক করুন এবং value data box এ 1 লিখুন।
৭. OK করুন।
৮. registry editor বন্ধ করুন এবং পিসিটি restart করুন।
৯. এবার দেখুন আপনার শাটডাউন বাটনটি স্টার্ট মেনু থেকে উধাও হয়ে যাবে।
১০. কিন্তু পরবর্তীতে আবার এই shutdown button টি মেনুতে স্থাপন বা আনহাইড করতে চাইলে সামন্য একটু পরিবর্তন করতে হবে। উপরের ৬ নং ধাপে value data box এ শুধুমাত্র 1 এর স্থলে 0 টাইপ করতে হবে অথবা DWORD item টি delete করে দিতে হবে।
১১. আবার registry editor বন্ধ করতে হবে এবং পিসিটি restart করতে হবে।
১২. এইভাবে স্টার্ট মেনু হতে শাটডাউন বাটনটি হাইড এবং আনহাইড করা যাবে।

উৎস : কম্পিউটার ফ্রী টীপস
অনুবাদ : এলিন (এডমিন) ২০০৮

মাউসের রাইট বাটনে মেনু সেটআপ

আমরা মাউসের ডান বোতাম চাপলে দেখি কিছু মেনু চলে আসে। যা দ্বারা আমরা দ্রুত কিছু কাজ করতে পারি। যেমন, ডেস্কটপের আইকন এ্যরেঞ্জ করা, রিফ্রেশ করা, ফোল্ডার ক্রিয়েট, প্রোপার্টি দেখা ইত্যাদি। কিন্তু এতে আমাদের নিজস্ব কোন কাজ দ্রুত করার মেনু নাই। যেমন, আপনি ইচ্ছা করলেই আপনার ব্যাক্তিগত ফাইল দেখা, ভিডিও/অডিও ফোল্ডারে খোলা, নোটপ্যাড, ওয়ার্ড খোলা ইত্যাদি।

কিন্তু ‘শক বুকমার্ক‘ প্রোগ্রামটি দিয়ে আপনি আপনার পছন্দের মেনু সেখানে এ্যাড করতে পারবেন। তখন মাউসের ডান বোতাম চাপলেই সেই মেনুটি পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনার নিচের লিংক থেকে সফ্টওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

Read More

টাস্ক ম্যানেজার সমস্যা

অনেক সময় দেখা যায় টাস্ক ম্যানেজার ওপেন হচ্ছে না। তার মানে এটা ডিজেবল করা রয়েছে। এখন এই টাস্ক ম্যানেজারকে এনাবল করতে হলে নিচের লিংক থেকে ছোট্ট একটা সফ্টওয়্যার ডাউনলোড করে তাকে রান করুন। ব্যাস কাজ শেষ॥
http://www.taskmanagerfix.com/enable-task-manager

উৎস : প্রজন্ম ডট কম ২০০৮

মাতালদের জন্য গুগল

জমকালো কোন পার্টি থেকে মাতাল অবস্থায় বাসায় ফিরে মনে পড়ল কিছু গুরুত্বপূর্ণ মেইল করার কথা। কিন্তু মাতাল অবস্থায় মাথা ঠিক না থাকারই কথা। কি লিখতে কি লিখবেন আর কাকেই বা মেইল করবেন তাও মনে থাকার কথা নয়। দেখা গেল আপনার বান্ধবীকে যে মেইলটি করার কথা তা করলেন আপনার বসকে। বসের চাকরি নিয়ে টানাটানি। তাই এসব অহেতুক ঝামেলা থেকে মুক্ত থাকতে গুগল দিচ্ছে দারুণ এক সুবিধা। মাতাল হলে যাদের মাথা ঠিকমতো কাজ করে না তাদের জন্য এলো ‘মেইল গুগল’ সার্ভিস। আর এটি চালু করার জন্য জি মেইল একাউন্টধারী হতে হবে। জি মেইলে সেটিংস-এ গিয়ে ল্যাব সেকশনে ঢুকে এই সার্ভিসটি চালু করতে হবে। ফলে মাতাল অবস্থায় কোন মেইল করার আগে আপনাকে কিছু গাণিতিক বা বুদ্ধিবৃত্তি জাতীয় প্রশ্নের উত্তর দিতে হবে। উত্তর সঠিক হওয়া মানে আপনার হিতাহিত জ্ঞান স্বাভাবিক এবং আপনি প্রয়োজনীয় মেইলটি করতে পারবেন। আর ভুল হলে মেইল সার্ভিস চালু হবে না। ফলে বেঁচে যেতে পারেন আগাম বিপদ থেকে। মজার ব্যাপার হল এই সার্ভিসটির জন্য জন পারল নিজে এই সমস্যার শিকার হয়ে এ ধরনের সার্ভিস চালু করলেন। তিনি গুগলের ইঞ্জিনিয়ার।

উৎস : যুগান্তর ২০০৮