কম্পিউটারের সময়ও এক ঘণ্টা এগিয়ে নিতে হবে

দিনের আলো সংরক্ষণ ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কাল ১৯ জনু মধ্যরাত থেকে দেশে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেওয়া হচ্ছে। নতুন সময়সূচির সঙ্গে মাইক্রসফটের কম্পিউটার অপারেটিং সিস্টেমে ব্যবহৃত ঘড়ির সময়ও ঠিক করে নিতে হবে। এ জন্য দরকারি সমাধান দিয়েছে মাইক্রোসফট বাংলাদেশ। যেসব কম্পিউটারে উইন্ডোজ ভিসতা, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ সার্ভার ২০০৮ ও উইন্ডোজ সার্ভার ২০০৩ চালু রয়েছে, সেসব কম্পিউটারে এ সমাধানটি কাজে লাগাতে পারবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাইক্রসফট বাংলাদেশ এ তথ্য জানায়।

সময়-সংক্রান্ত সমাধানটি পেতে মাইক্রসফটের করপোরেট ওয়েবসাইট http:/support.microsoft.com/kb/972423 গিয়ে .msi ফাইলটি নিজের কম্পিউটারে নামিয়ে নিতে হবে। (ফাইলটি ডাউনলোড করতে সমস্যা হলে সরাসরি http://go.microsoft.com/?linkid=9670105 এ ক্লিক করে ডাউনলোড করে নিন) তারপর ইনস্টল করে নিতে হবে। এবার কন্ট্রোল প্যানেলে date and time অপশনে গিয়ে Time Zone Settings-এ ক্লিক করুন। এখানে (GMT + 06.00) Astana, Dhaka এর পরিবর্তে (GMT + 06.00) Dhaka’ নির্বাচন করুন। দিনের আলো সংরক্ষিত সময় (DST) কার্যকর করতে ‘Automatically adjust clock for daylight saving changes’-এর ঘরে টিক চিহ্ন দিন। সবশেষে Apply করে OK করুন। ফলে ১৯ জুন রাত ১১টা থেকে সময় পরিবর্তিত হয়ে যাবে।

লেখা : এলিন (এডমিন) ২০০৯

সূত্র : প্রথম-আলো

কিছু সময় পর পর পিসি শাটডাউন হতে থাকলে কি করবেন

অনেক সময় দেখবেন পিসি আপনা আপনি শাটডাউন হতে চায়। তখন সেটাকে শাটডাউন হতে দিতেই হয়। কিছুই করার থাকে না। শাটডাউন বার্তা আসে :

এর থেকে পরিত্রান পেতে যা করতে হবে :
. Start –> Run যান।
. টাইপ করুন shutdown-a এবং এন্টার বোতামে চাপ দিন।

ব্যাস!!

লেখা : এলিন (এডমিন)
সূত্র : ইন্টারনেট ২০০৮

আপনার গুরুত্বপূর্ণ কোন ফাইল ইমেজে (ছবির) ভিতরে লুকিয়ে রাখুন

আপনি অনেক সময় আপনার কিছু কিছু ফাইল গোপন করে রাখেন যেমন হাইড করে বা পাসওয়ার্ড দিয়ে রাখেন। কিন্তু আরেকটি পদ্ধতি আছে ফাইল লুকিয়ে রাখার। আপনি আপনার ফাইলটি যে কোন একটি ছবির ভিতরে লুকিয়ে রাখতে পারেন।

পরে সেই ছবিটি থেকে লুকিয়ে রাখা ফাইলটি বের করতে পারবেন।

মনে করুন, আপনি‘G:/’ ড্রাইভে alin নামে একটি ফোল্ডারে Documents.doc নামে ফাইলটি লুকিয়ে রাখতে চান alin2.jpg নামক ছবিটির ভিতরে। তাহলে যা করতে হবে :
. ‘G:/’ ড্রাইভটিতে প্রবেশ করুন।
. ‘alin’ নামে ফোল্ডার রি করুন।

Read More

নোটপ্যাড নিয়ে মজা

নোটপ্যাড দিয়েও অনেক কিছু করা যায়। আমি কিছুদিন আগে একটি ট্রিকস শিখলাম। শেয়ার করতে মন চাইল। দেখুন তাহলে।

. Notepad ওপেন করুন।
. টাইপ করুন অথবা কপি করে পেস্ট করুন নিচের লেখাগুলি :
@echo off
cls
color 6
echo “VIRUS DETECTED!!! VIRUS DETECTED!!!”
pause
color 5
echo “VIRUS DETECTED!!! VIRUS DETECTED!!!”
pause
:1
color 4
dir/s
goto 1

. এবার ফাইলটি সংরক্ষন করুন ‘Fun.bat’ নামে।
. ডাবল ক্লিক করে দেখুন মজাটি। এটি দিয়ে আপনি আপনার বন্ধুকেও ভয় দেখাতে পারবেন।

এতে আপনার কোন ক্ষতি হবে না। তবে ফাইলটির কোডগুলি পরিবর্তন করে পরিক্ষা করতে গিয়ে কোন সমস্যা হলে আমি দায়ি থাকবো না।

লেখা : এলিন (এডমিন)

সূত্র : অমিত সাঁতর।

ডকুমেন্টকে পিডিএফে কনভার্ট করুন গুগল গ্যাজেডের মাধ্যমে

গুগল গ্যাজেডের মাধ্যমে ডকুমেন্ট ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করা যাবে। গুগল গ্যাজেডটির নাম হলো ‘Document to PDF‘। এর দ্বারা কনভার্ট করা পিডিএফ ফাইলটি আপনার ইমেইলে চলে আসবে।

নিচের লিংকটিতে প্রবেশ করুন :
Document to PDF

ব্রাউজ বাটনে ক্লিক করে ‘ডকুমেন্ট ফাইলটি’ ধরিয়ে দিন। ইমেইলের ঘরে আপনার ইমেইল টাইপ করে ‘কনভার্ট এন্ড সেন্ড‘ বাটনটিতে ক্লিক করুন। পরবর্তি স্ত্রীনে দেখবেন প্রসেসিং ম্যাসেজ :

প্রসেসিং শেষে আপনার ইমেইল চেক করুন এবং কনভার্টেড পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন।

লেখা : এলিন (এডমিন) ২০০৮