সম্প্রতি আমি আমার এই ব্লগটি মানে ‘এলিনের ভুবন’ এর মোবাইল ভার্সন বেড় করার কথা ভাবছি, আর এই জন্যই এই পোষ্টটি।
আজকাল প্রায় অনেক ওয়েবসাইটই বাংলাতে রয়েছে। আর অনেকেই সেই সকল ওয়েবসাইট মোবাইলে পড়তে চান বা পড়ার প্রয়োজন পড়ে। যেমন আপনি গ্রামের বাড়িতে গেলেন প্রায় ১৫ দিনের জন্য। পিসি আর নেট ছাড়া খুবই খারাপ লাগছে। সাইবার ক্যাফেও পাচ্ছেন না। কিন্তু হাতের মোবাইল রয়েছে যেটা জাভা সাপোর্টে-ড এবং ইন্টারনেট সেটআপ করা আছে। কিন্তু সমস্যা হচ্ছে আপনার পছন্দের প্রায় সকল ব্লগ বা ফোরামই হচ্ছে বাংলাতে। তখন কি করবেন ? Read More
Category: ইন্টারনেট
ইন্টারনেটের উপরে টিউটোরিয়াল থাকবে।
Firefox এর হারিয়ে যাওয়া bookmarks ফেরত পাওয়া
অনেক সময় দেখা যায় ফায়ারফক্সের বুকমার্ক মুছে যায়, কিংবা নতুন কোন নষ্ট বুকমার্কের সাথে রিপ্লেস হয়ে যায়। তখন কি করবেন!? হ্যা, সেই বুকমার্ক আবার পুনরায় ফেরত পেতে পারেন। ফায়ারফক্স বুকমার্ক অটোমেটিক ব্যাকআপ করে রাখে ভিন্ন স্থানে। সেখান থেকে আবার সেই হারিয়ে যাওয়া বুকমার্ক রিকোভার করা যাবে।
১. প্রথমে system এর C drive ( যেখানে উইন্ডোজ ইনস্টল করা আছে ) এ যেতে হবে।
২. তারপর যেতে হবে “C:\Documents and Settings\your account name\Application Data\Mozilla\Firefox\Profiles\”.
৩. profiles folder এর অধীনে আপনি awrvfkuo.default এই ধরনের একটা ফোল্ডার দেখতে পাবেন। এই ফোল্ডারটি একেকবার একেক নামে থাকতে পারে।
৪. ডাবল ক্লিক করে খুলতে হবে awrvfkuo.default ফোল্ডারটি এবং আপনি তখন এর ভিতরে আরেকটি ফোল্ডার দেখতে পাবেন “bookmarkbackups” নামে। এখানেই ফায়ারফক্স তার বুকমার্কের ব্যাকআপ রাখে। বুকমার্কের ব্যাকআপগুলি তারিখ অনুযায়ী থাকে।
৫. এখন সেখান থেকে একদম latest bookmarks টি কপি করতে হবে এবং সেটিকে অন্য কোথাও রেখে তার নাম পরিবর্তন করে “bookmarks.html” করতে হবে।
৬. নতুন পরিবর্তিত বুকমার্কটি এবার রিস্টোর করলেই ব্যবহার করতে পারবেন।
উৎস : কম্পিটার ফ্রি টিপস
সম্পাদনা ও অনুবাদ : এলিন (এডমিন) ২০০৮
অদৃশ্য কোন Yahoo! ID কে দেখতে হলে…
আমাদের অনেক সময় বিভিন্ন্ কারনে ইয়াহু আইডিটি অদৃশ্য করে রাখতে হয়। যেন নির্দিষ্ট্য ইয়াহু আইডি ছাড়া অন্য কেউ আমাকে ম্যাসেজ না দেয়। কিন্তু যখন অন্য কেউ আপনার সাথে এইরকমটি করবে, তখন আপনি কি করবেন?
হ্যা, একটি উপায় আছে, যার দ্বারা আপনি জানতে পারবেন কোন একটি ইয়াহু আইডির অবস্থা। ইয়াহু আইডিটির অবস্থা অনুযায়ী আউটপুট দেবে- অনলাইন, অফলাইন, ইনভিজিবল।
সাইটটি হলো : ‘http://detectinvisible.com/’
সাইটটিতে ভিজিট করে, ‘Enter Yahoo ID’ এর বক্সে যেকোন ইয়াহু আইডি লিখুন এবং ‘Go’ বাটনে ক্লিক করুন। দেখুন ফলাফল কি আসে।
এই সাইটটি ইনভিজিবল ইয়াহু আইডিটিকে খুঁজে বেড় করে।
সমস্যা : এটি কেউ ম্যাজেঞ্জারে না থাকলে মাঝে মাঝে সমস্যা করে। পুরোপুরি নির্ভরশীল নয়। তবুও আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হলো তাই করলাম।
লেখা : এলিন (এডমিন) ২০০৯
আপনার ওয়েবসাইটে গুগল গ্যাজেটস এ্যাড করুন
গ্যাজেড কি?
গ্যাজেড হলো এক ধরনের ওয়েব অবজেক্ট যা আপনি অতি সহজেই আপনার নিজের ওয়েবপেজে কপি করে এনে বসাতে পারেন। এই সকল গ্যাজেড আপনার সাইটটিকে আরো উন্নন করবে। যেমন গ্যাজেড দিয়ে আপনি আপনার সাইটে অতি সহজের ঘড়ি, ক্যালেন্ডার ইত্যাদি বসাতে পারেন। আরো পারেন ইউজারকে জানাতে তার দেশ, আবহাওয়া, শহরের নাম ইত্যাদি।
আর গুগল গ্যাজেডে আছে খুবই ভালো ভালো এবং উপকারী শত শত অবজেক্টস যা আপনার সাইটকে আরো সুন্দর ও উন্নত করতে পারে।
গুগল গ্যাজেডস এর জন্য নিচের লিংকটিতে ক্লিক করুন :
http://www.google.com/ig/directory?synd=open&source=gghx
– সাইটটিতে প্রবেশের পর যে কোন একটি গ্যাজেটে ক্লিক করুন। যেমন : Google Clock।
– টাইটেল, দৈর্ঘ্য, প্রস্থ, বর্ডার, ক্লক সাইজ ইত্যাদি সেটিংস পরিবর্তন করুন (না করলেও সমস্যা নাই)।
– নিচের থেকে ‘Get the Code‘ বাটনটিতে ক্লিক করে গ্যাজেডটির কোড বেড় করুন।
– এবার কোডগুলি সম্পূর্ণ সেলেক্ট করে কপি করুন।
– সবশেষে যেখানে বসাতে চান সেই স্থানে কোডগুলি পেষ্ট করুন এবং সেইভ করুন।
দেখুন সাইটটিতে নতুন গ্যাজেডটি বসে যাবে।
লেখা : এলিন (এডমিন) ২০০৮