অনলাইনে সরাসরি টিভি দেখার এক সুযোগ করে দিয়েছে এই সাইটটি। এছাড়াও এতে প্রযুক্তিবিষয়ক অনেক কিছুই আছে যা পড়ে অনেকেই উপকৃত হতে পারে। তবে এখনও ভালো করে আপডেট হয় নি সাইটটি।
সাইটটি হলো : www.bdweb.ucoz.com
লেখা : এলিন (২০০৯)
এখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে লেখা থাকবে। যেমন : কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন, নতুন ও পুরাতন প্রযুক্তির খবর, নিত্যনতুন প্রযুক্তির বাজারদর, টিউটোরিয়াল, টিপস ও ট্রিকস ইত্যাদি।
অনলাইনে সরাসরি টিভি দেখার এক সুযোগ করে দিয়েছে এই সাইটটি। এছাড়াও এতে প্রযুক্তিবিষয়ক অনেক কিছুই আছে যা পড়ে অনেকেই উপকৃত হতে পারে। তবে এখনও ভালো করে আপডেট হয় নি সাইটটি।
সাইটটি হলো : www.bdweb.ucoz.com
লেখা : এলিন (২০০৯)
বাজারে মনিটর বিক্রি প্রায় বন্ধ
বাজেট ঘোষণার পর গতকাল শনিবারই প্রথম কম্পিউটার বাজার খোলা হয়।
মনিটরের দাম ১২০০ থেকে ১৫০০ টাকা বেড়েছে। বিক্রেতারা মনিটর বিক্রি প্রায় বন্ধ রেখেছে। এছাড়া বাকি সব যন্ত্রাংশের দাম প্রায় অপরিবর্তিত। গতকাল শনিবার পাওয়া যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হলো-
প্রসেসরঃ
ইন্টেল পেন্টিয়াম ডুয়েল কোর ২•২ গি•হা• ৪৮০০ টাকা। Read More
উইন্ডোসের টাস্কবারের ডানে ঘড়ির পাশে AM বা PM লেখা থাকে। সেখানে কিভাবে নিজের নাম বসাবেন(!) টাস্কবারটি আগে দেখুন :
টাস্কবারে ঘড়ির পাশে নাম লিখতে যা করতে হবে :
১. Start এ ক্লিক করুন –> Settings এ ক্লিক করুন –> Control Panel এ যান।
২. এবার Regional and Language Options এ ডাবল ক্লিক করুন।
৩. এবার Regional Options ট্যাবটিতে যান।
৪. Customize… এ ক্লিক করুন –> Time এ যান।
৫. এবার AM symbol এবং PM symbol এ এর ঘরগুলিতে ক্লিক করে নিজের নাম লিখুন।
৬. Apply তে ক্লিক করুন তারপর OK বাটনে ক্লিক করুন।
৭. আবার একইভাবে Apply তে ক্লিক করুন তারপর OK বাটনে ক্লিক করুন।
ব্যাস!!
দেখুন টাস্কবারটি :
লেখা : এলিন (এডমিন) ২০০৮
সূত্র : ইন্টারনেট
আপনি অনেক সময় আপনার কিছু কিছু ফাইল গোপন করে রাখেন যেমন হাইড করে বা পাসওয়ার্ড দিয়ে রাখেন। কিন্তু আরেকটি পদ্ধতি আছে ফাইল লুকিয়ে রাখার। আপনি আপনার ফাইলটি যে কোন একটি ছবির ভিতরে লুকিয়ে রাখতে পারেন।
পরে সেই ছবিটি থেকে লুকিয়ে রাখা ফাইলটি বের করতে পারবেন।
মনে করুন, আপনি‘G:/’ ড্রাইভে alin নামে একটি ফোল্ডারে Documents.doc নামে ফাইলটি লুকিয়ে রাখতে চান alin2.jpg নামক ছবিটির ভিতরে। তাহলে যা করতে হবে :
১. ‘G:/’ ড্রাইভটিতে প্রবেশ করুন।
২. ‘alin’ নামে ফোল্ডার তৈরি করুন।