Category Archives: কম্পিউটার গেমস

কম্পিউটার গেমস নিয়ে কিছু কথা

কম্পউটারের কথা মনে হলেই প্রথমে যে বিষয়ের কথা মনে হয়, তা হলো কম্পিউটার গেমস। কম্পিউটার আছে কিন্তু গেমস নাম এমন পিসি খুব একটি দেখা যায় না।

গেমস শুধু এখন আর বাচ্চাদেরই পছন্দ তা নয়, বড়রাও গেমস খেলতে খুব পছন্দ করেন। আমেরিকায় সব থেকে বেশী গেমস খেলতে দেখা যায় যাদের বয়স ৩০ বা উপরে।

গেমস যারা খেলে তারা সময় কাটানোর জন্য শুধু গেমস খেলে তা নয়, এমনও হয় গেমস খেলতে খেলতে তারা অন্যান্য কাজের সময়ও হারিয়ে ফেলে। এখন সময় কাটানোর জন্য কেউ গেমস খুঁজে না বরং গেমস খেলা জন্য সময় খুঁজে।

কম্পিউটার গেমস গণিতে দক্ষতা বাড়াতেও সাহায্য করে থাকে। দেখা গেছে প্রতিদিন নিয়মিত কম্পিউটার গেমস খেললে গণিতে দক্ষতা বাড়ে।

সম্প্রতি স্কটিশ স্কুলগুলোতে এ ব্যাপারে একটি গবেষণা চালিয়ে এর প্রমাণ মিলেছে। স্কটল্যান্ডের লার্নিং অ্যান্ড টিচিং স্কটল্যান্ড নামের একটি প্রতিষ্ঠান ‘ব্রেইন ট্রেনিং’ নামের একটি কম্পিউটার গেমের প্রভাব নিয়ে গবেষণা চালায়। লার্নিং অ্যান্ড টিচিং স্কটল্যান্ড কাজ করছে ইন্সপেক্টরেট অব এডুকেশন এবং ডান্ডি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। গবেষণায় দেখা গেছে, কম্পিউটার গেমটি খেলায় শিক্ষার্থীদের মনঃসংযোগ ও আচরণে ইতিবাচক পরিবর্তন ঘটেছে।