ফেইসবুক এর সেরা দশটি ব্যাপার

top-10-facts-about-facebook
১. এই পৃথিবীর ১৩ জন লোকের ভিতরে দৈনিক ১ জন ফেইসবুকে থাকে।
২. প্রতি ২০ মিনিটে ২,৭১৬,০০০ ফটো আপলোড হয়ে থাকে।
৩. প্রতি ২০ মিনিটে ১০.২ মিলিয়ন কমেন্ট পোস্ট হয় ফেইসবুকে।
৪. প্রতি ২০ মিনিটে ১,৯৭২ মিলিয়ন ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট হয়ে থাকে।
৫. প্রতি ২০ মিনিটে ১,৮৫১,০০০ স্ট্যাটাস আপডেট হয়।
৬. ১৮ থেকে ৩৪ বছরের মানুষদের প্রায় ৪৮ শতাংশ ঘুম থেকে উঠেই ফেইসবুক চেক করে।
৭. ফেইসবুক ব্যবহারকারীরা প্রতি মাসে ৭০০ বিলিয়ন এরও বেশি মিনিট ফেইসবুকে কাটায়।
৮. যারা মোবাইলে ফেইসবুক ব্যবহার করে তারা অন্যদের থেকে দ্বিগুণ সময় কাটায় ফেইসবুকে।
৯. ফেইসবুকের সব থেকে বেশি জনপ্রিয় ফ্যান-পেজ হচ্ছে ‘Texas Hold’em Poker’ যার ফ্যান ৪১ মিলিয়ন ছাড়িয়ে গেছে।
১০. সব থেকে ইউএসএ তে বেশি ফেইসবুক ব্যবহারকারী রয়েছে যার পরিমাণ ২৩.৬ শতাংশ।

পোস্টটি শেয়ার করুন :

এলিন

I'm Alin. Owner of this Blog. This is my personal Bengali Blog. I live in Dhaka, Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *