কিছুদিন আগে আমার চোখে একটি খুব ভালো ইসলামিক সাইট পড়লো। সাইটটি ইংরেজিতে। ইসলাম বিষয়ে অনেক কিছুই এতে আছে। আপনি অতি সহজেই অনেক বিষয় জানতে পারবেন ইসলাম রিলেটেড। এতে আছে ইসলামিক ছোট গল্প, ইসলামিক আশ্চর্যজনক অনেক ছবির কালেকশান, আল্লাহ এর নামসমূহ অর্থ সহকারে, ইসলামিক গ্রেটিংস কার্ড, কেয়ামতের আলামত অর্থাৎ কেয়ামতের পূর্বে কি কি হবে, ইসলামিক প্রশ্ন এবং উত্তরসমূহ, ইসলামিক ভিডিও, অডিও, ছড়া, কবিতা, ইসলাম এবং বিজ্ঞান এছাড়াও আরোও অনেক কিছু যা একজন মুসলমানের জন্য অতি দরকারি। এর সর্ট স্টোরিসে ইসলামিক ছোট গল্পগুলি অসাধারন। আমি এগুলো বাংলাতে অনুবাদ করে সাইটে দেবার চেষ্টা করবো। মিরাকল পিকচার অফ ইসলাম অংশে রয়েছে ইসলামিক আশ্চর্যজনক ছবির কালেকশান। এতে আছে পৃথিবীপৃষ্ঠে আল্লাহ এর নাম দেখা গেছে তার ছবি, একটি তরমুজের ভিতের আল্লাহ এর নাম ইত্যাদি।
এছাড়াও এতে আরোও অনেক কিছু আছে যা একত্রে এখানে দেয়া সম্ভব নয়। সাইটটি ভিজিট করুন।
ভিজিটের জন্য ক্লিক করুন এখানে : http://islamcan.com/
লেখা : এলিন (এডমিন) ২০০৮
When you think about it, that’s got to be the right answer.
What a pleusare to find someone who thinks through the issues
Thanks for your comment.