ঘোষনা

সার্ভারে কাজ ( আপডেট সংক্রান্ত ) চলছে, তাই হয়তো বা আমার ব্যাক্তিগত সাইট ‘alinsworld’ এবং ফটোগ্যালারী সাইট ‘photozone’ এ সাময়িক অসুবিধা হতে পারে। এমনকি সাইটের যেকোনটি ওপেন নাও হতে পারে। এই জন্য আমি  আন্তরিকভাবে দূঃখিত। আগামী ৪/৫ দিনের ভিতর এই সমস্যার সমাধান হয়ে যাবে, ইনশাআল্লাহ্!!

লেখা : এলিন (এডমিন) ২০০৮

এলিনের ভূবনে লাইভ চ্যাট!!

এই সাইটটিতে একটি নতুন বিষয় যোগ করা হয়েছে। এখন থেকে আপনি এডমিনের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন; যাকে ‘লাইভ চ্যাট’ বলে। যখনই এডমিন অনলাইনে থাকবেন, তখনই আপনি এই কাজটি করতে পারবেন। এই জন্য আপনার ইয়াহু ম্যাসেঞ্জার লগইন করার দরকার হবে না। শুধুমাত্র সাইটে দেয়া ‘Chat/চ্যাটিং’ পেজটিতে ঢুকতে হবে!!
এবার ‘Nickname’ এ ক্লিক করে একটি নাম দিয়ে চ্যাটিং করতে পারবেন। ধন্যবাদ!!

লেখা : এলিন (এডমিন) ২০০৮

ফটোশপ : “প্রতিবিম্ব তৈরী করা”

১. নতুন একটি এমেজ তৈরি করতে হবে, কিছুটা বড় আকারের। File -> New -> Preset থেকে Default Photoshop Size -> OK
২. বাম পাশের টুলবার থেকে T চিহ্নিত বাটনে ক্লিক করে চেপে ধরে Horizontal Type Tool সেলেক্ট করতে হবে।
৩. এবার সাদা পৃষ্ঠাটিতে ক্লিক করে টাইপ করতে হবে; যেমন – ‘80’ (font : ‘arial black’; font size : 48 pt; font colour : #096a04) (দেখুন ডানে লেয়ার প্লেটে একটি টেক্সট লেয়ার তৈরী হয়েছে। যদি লেয়ার প্লেট দেখা না যায় কী-বোর্ড থেকে ‘F7’ চাপুন।)

Read More

কৌতুক

পৃথিবী গোল কেন
শিক্ষক : পৃথিবী কেন গোলাকার তার তিনটি কারণ বল।
ছাত্র : আমার বাবা বলেন পৃথিবী গোলাকার। আমার মাও বলেন এবং আপনিও বলেন পৃথিবী গোলাকার।

আমার ডিম
ক্রেতা : এগুলো কার ডিম?
বিক্রেতা : আমার ডিম।
ক্রেতা : আমি মনে করেছিলাম মুরগির ডিম।

ডাক্তারের সাজেশন
: ডাক্তার সাহেব, আমার ছেলে আমার কলম গিলে ফেলেছে। তাড়াতাড়ি আসুন।
: আপাতত পেন্সিল দিয়ে কাজ চালিয়ে নিন। আমি আসছি।

উৎস : কীডসবিডিনিউজ ২০০৮

মোবাইল ফোনে চলবে গাড়ি

মোবাইল ফোন আজকাল শুধু কথা বলার জন্যই নয়, গাড়ির চাবি হিসেবেও চলছে এর ব্যবহার। জাপানের শার্প কর্পোরেশন ‘নিশান’ ব্র্যান্ডের গাড়ির জন্য এমনই এক মোবাইল ফোন তৈরি করবে, যার মধ্যে থাকবে ‘ইন্টেলিজেন্ট কি’ অপশন। অপশনটির ব্যবহারকারী তার গাড়ির চাবি পকেট থেকে বের না করেই গাড়ির দরজার লক খুলতে এবং গাড়ি স্টার্ট দিতে পারবেন। তবে শর্ত হচ্ছে, চাবি থাকতে হবে হাতের কাছেই। নতুন উদ্ভাবিত এ মোবাইল ফোন এবং গাড়িতে এ প্রযুক্তি থাকার পাশাপাশি আপনার মোবাইল অপারেটরও যদি এ সুবিধা প্রদান করে থাকে, তবেই আপনি এ সুবিধার সম্পূর্ণ সুফল ভোগ করতে পারবেন। বর্তমানে জাপানের সর্ববৃহৎ মোবাইল অপারেটর এনসিসি ডকোমোই একমাত্র এ সুবিধা প্রদান করছে। উল্ল্যেখ্য, জাপানের এ মোবাইল কোম্পানি এ বছর একটেলের কিছু শেয়ার কিনে নেয়।

উৎস : ইন্টারনেট ২০০৮