একই সাইট থেকে গুগল, ইয়াহু, ইউটিউব ইত্যাদি ব্যবাহার করে সার্চ করুন

অনেক সময় প্রয়োজনে আমরা কখনও গুগলে আবার কখনও ইয়াহুতে সার্চ করি। আবার কোন ভিডিও দেখতে ইউটিউবও ব্যবহার করে থাকি। ভিন্ন ভিন্ন সাইট ব্যবাহার করতে ভিন্ন ভিন্ন সাইটে প্রবেশ করতে হয়। কিন্তু যদি এমন হয় একই সাইটে প্রবেশ করে সকল সাইট থেকেই সার্চ করতে পারবেন, তাহলে কেমন হয়!!

ভিজিট করুন :
http://twoiseven.com/

উৎস : ইন্টারনেট

পজেটিভ

মেয়ের বাবার কাছে পাত্র হিসাবে ছেলেটি গিয়েছে সাক্ষাতকার দিতে।
মেয়ের বাবা : সিগারেট খাও
ছেলে:হ্যাঁ।
মেয়ের বাবা : মদ খাও
ছেলে:হ্যাঁ।
মেয়ের বাবা : বার,নাইট ক্লাবে যাওয়ার অভ্যেস আছে?
ছেলে:হ্যাঁ।
মেয়ের বাবা : সবই তো দেখছি negative. positive কিছু নাই??
ছেলে:হ্যাঁ। তাও আছে ।
মেয়ের বাবা : কি সেটা?
ছেলে: আজ্ঞে HIV মানে HIV positive.

উৎস : প্রজন্ম ডট কম

উইন্ডোজ এক্সপিতে কিভাবে হাইবারনেট সচল করতে হয়?

উইন্ডোজের সাথে hibernation বিল্টইন থাকে। অর্থাৎ উইন্ডোজ ইনস্টল করার পর এই ফিচারের জন্য আর কোন সফ্টওয়্যার দরকার পড়ে না। এ ফিচার দ্বারা আপনি আপনার কাজের পারফরমেন্স আগের চেয়ে আরো বেশী বাড়াতে পারবেন এবং খুব দ্রুত পিসি বন্ধ এবং উন্ডোজের স্টার্টআপ টাইম কমাতে পারবেন। আরো একটি বিশাল সুবিধা হলো আপনি আপনার পিসিতে অনেকগুলো প্রোগ্রাম, ফাইল ইত্যাদি ওপেন করে আছেন হঠাৎ করে আপনার কোথাও যেতে হবে তখন আপনি কোন প্রোগ্রাম বন্ধ না করেই ঠিক সেই অবস্থায় রেখে পিসিটে হাইবারনেট করলে আবার যখন পিসি ওপেন করবেন আপনার প্রোগ্রামগুলি এবং ফাইল ঠিক সেই অবস্থায় পাবেন যেভাবে রেখে গিয়েছিলেন। উইন্ডোজ hibernated information গুলোকে একটি Hiberfil.sys ফাইলে সংরক্ষন করে রাখে। এই ফাইলটির সাইজ আপনার সিস্টেমের RAM এর সাইজের থেকে বড় হবে না।

Read More

Recycle Bin এর নাম পরিবর্তন করা

আপনি ইচ্ছে করলেই Recycle Bin এর নাম পরিবর্তন করতে পারেন।

১. প্রথমে ক্লিক করুন Start button -> তারপর Run এ ক্লিক করুন।
২. টাইপ regedit.exe এবং এন্টার বাটনে ক্লিক করুন। ( regedit editor ওপেন হবে )
৩. regedit editor এ আপনাকে ওপেন করতে হবে HKEY_CLASSES_ROOT folder -> তারপর ক্লিক করুন CLSID -> ওপেন করুন {645FF040-5081-101B-9F08-00AA002F954E} -> এবার ShellFolder এ ক্লিক করুন।
৪. এবার data value তে যেটাতে “40 01 00 20” রয়েছে সেটা পরিবর্তন করে “70 01 00 20” করতে হবে।

এবার পিসিটি একবার restart করতে হবে। পুনরায় পিসিটি চালু হলে Recycle Bin এ মাউসের ডান বোতাম চাপলেই rename অপশন খুঁজে পাবেন। যে কোন নামে রিসাইকেল বিনটি পরিবর্তন করুন।

উৎস : কম্পিউটার ফ্রী টিপস
অনুবাদ : এলিন (এডমিন) ২০০৮

শাটডাউন বাটন হাইড/আনহাইড করা

আপনি ইচ্ছা করলে শাটডাউন বাটনটি হাইড করতে পারেন। এজন্য আপনাকে যা করতে হবে :

১. অবশ্যই আপনাকে এডমিন হয়ে পিসিটি লগইন করতে হবে।
২. ক্লিক করুন Start button তারপর Run এ ক্লিক করুন এবার টাইপ করুন regedit এবং Enter করুন।
৩. HKEY_CURRENT_USER এ ক্লিক করুন -> Software এ যান -> Microsoft এ ক্লিক করু -> Windows বাছাই করুন -> এবার CurrentVersion এ ক্লিক করুন তারপর Policies তে ক্লিক করুন -> Explorer এ যান।
৪. এবার ডানপাশের প্যানেল হতে মাউসের ডান বোতামে ক্লিক করুন।
৫. new তে ক্লিক করুন -> এরপর DWORD value কে ক্লিক করুন এবং নাম দেবার জন্য NoClose লিখুন।
৬. এখন ‘NoClose‘ এ ডাবল ক্লিক করুন এবং value data box এ 1 লিখুন।
৭. OK করুন।
৮. registry editor বন্ধ করুন এবং পিসিটি restart করুন।
৯. এবার দেখুন আপনার শাটডাউন বাটনটি স্টার্ট মেনু থেকে উধাও হয়ে যাবে।
১০. কিন্তু পরবর্তীতে আবার এই shutdown button টি মেনুতে স্থাপন বা আনহাইড করতে চাইলে সামন্য একটু পরিবর্তন করতে হবে। উপরের ৬ নং ধাপে value data box এ শুধুমাত্র 1 এর স্থলে 0 টাইপ করতে হবে অথবা DWORD item টি delete করে দিতে হবে।
১১. আবার registry editor বন্ধ করতে হবে এবং পিসিটি restart করতে হবে।
১২. এইভাবে স্টার্ট মেনু হতে শাটডাউন বাটনটি হাইড এবং আনহাইড করা যাবে।

উৎস : কম্পিউটার ফ্রী টীপস
অনুবাদ : এলিন (এডমিন) ২০০৮