অর্থনৈতিক মন্দার কারণে মার্কিন নাগরিকেরা বড়দিনের কেনাকাটা খুব একটা না করলেও ভিডিও গেমের কেনাকাটা বেড়েই চলেছে। নভেম্বর মাসে মার্কিন নাগরিকেরা প্রায় ৩০০ কোটি ডলারের ভিডিও গেম কিনেছে। গত বছরের নভেম্বর মাসের তুলনায় এই নভেম্বর মাসে প্রায় ১০ শাতাংশ বেশী বিক্রি হয়েছে। ভালো গল্প নিয়ে গেম তৈরি করা এবং এইসব গেমের নির্মাণশৈলীর কারণে মানুষ বেশি বেশি ভিডিও গেম কিনছে।
এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ‘প্রথম-আলো’ থেকে :
ক্লিক করুন বিস্তারিত
লেখা : এলিন (এডমিন) ২০০৮
উৎস : প্রথম আলো