বাঁধন

পবিত্রতার উষ্ণ চাদর পড়িয়ে দিয়েছ।

কি করে অপবিত্র করি নিজেকে ?

সরলতার অমৃত রস গায়ে ঢেলে দিয়েছ;

দৃষ্টিতে বেঁধে দিয়েছ এক গাড় সীমা !

সজীবতার পরশ বুলিয়েছ এ’দেহে।

কি করে ছিন্ন করি এ বাঁধন ?

ছুটে যাই এক ভিন্ন কোন জগতে !

যে জগত আদৌ সৃষ্টি হয়নি –

গড়ে নিতে হবে নিজেকে।

অথবা, অপেক্ষমাণ বহুকাল ধরে –

কোন এক নতুন জগত

শুধু আমারই জন্যে !

                          এলিন (১২/০৫/২০১২ইং)

ছোট্ট একটি ছেলের কন্ঠে পবিত্র কোরআন পাঠ

আসলেই খুবই অদ্ভুদ সেই কন্ঠ। আমি নেট ঘাটতে গিয়ে আজ পেলাম। দারুন লেগেছিল। আগে কখনও এমনভাবে কাউকে কোরআন তোলাওয়াত করতে শুনিনি। আজ এই ছোট ছেলেটির কন্ঠে কোরআন তেলোয়াতটি শুনলাম একটি ইসলামিক সাইট থেকে। তেলোয়াতটি আমি বেশ কয়েকবার রিপিট করে করে শুনেছি। সূরা ‘ইয়াসিন’। আপনিও শুনুন, নিশ্চয়ই ভালো লাগবে।

ছেলেটির নাম ‘হাসান বিন আব্দুল্লাহ্ আল আওয়াদ‘। তার কাঁপা কাঁপা কন্ঠে কোরআন তেলোয়াত শুনলে আপনার নিশ্চয়ই কান্না পাবে। প্লিজ শুনুন একবার। Read More