নিঃসঙ্গতার সাথী

আঁধারের মাঝে তোমায় দেখি
আলোয় দেখিতে চাই,
চোখ বুজিলেই তুমি থাকো-
মেলিলেই দেখি নাই।
যখন আমি থাকি একা বসে,
হঠাৎ দেখি তুমি আছো পাশে।
একাকীর সাথী তুমি একাকিনী;
নীরবের সাথী তুমি নীরবীনী;
রাতের আকাশে তাঁরা দেখি যখন-
তোমার ছোঁয়া পাই
যতক্ষণ আমি ঘুমিয়ে থাকি;
ততক্ষণ তুমি করো ডাকাডাকি;
ঘুম ভেঙ্গে গেলে চোখ মেলে দেখি-
তুমি আর পাশে নাই।
তোমার সঙ্গো লাগে খুব ভালো;
তাই অপ্রিয় হয়ে গেলো আলো;
তাইতো আমি গভীর ঘুমে-
ঘুমিয়ে থাকতে চাই

   – এলিন