এন্ড্রয়েড রুটিং – এন্ড্রয়েড রুটিং কি এবং এর সাবধানতা :
এন্ড্রয়েড রুটিং করাকে আই-ফোনের ভাষায় ‘জেইলব্রেক’ করা বলে। অর্থাৎ জেল থেকে আসামী পালানোর সাথে একে তুলনা করা হয়েছে। জেলে একজন আসামী যতদিন থাকে ততদিন নিজের ইচ্ছেমত কোন কাজ করতে পারে না, থাকে অন্যের অধীনে। তাকে যতটুকু কাজ করতে বলা হবে সে ঠিক ততটুকুই কাজ করতে পারবে এর বেশি নয়। কিন্তু জেল থেকে ছাড়া পেলে সে আর আসামী থাকবে না এবং অন্যের অধীনেও থাকবে না। সে সময় সে নিজের ইচ্ছেমত যে কোন জায়গায় যেতে পারবে এবং যা ইচ্ছে তাই করতে পারবে। এন্ড্রয়েড এর রুটিং বা আই-ফোনের জেল-ব্রেক অনেকটা এমনই ব্যাপার।